তারক ভট্টাচার্য, আমাদের ভারত, কলকাতা, ২৫ ডিসেম্বর: এনপিআরে কেন্দ্রীয় মন্ত্রিসভার স্বীকৃতি যেন এনআরসি, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তৃণমূলের এতদিনের প্রতিবাদের গালে থাপ্পড় মেরেছে। এনপিআরকে এনআরসির আগের ধাপ ধরে নিয়ে, এই থাপ্পড়ের জবাব আন্দোলনের পথেই দিতে চান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে, তাঁর নেতৃত্বাধীন রাজ্য সরকার, কেন্দ্রের বিশেষ ক্ষমতার জোরে উৎখাত হলেও, পিছু হঠতে নারাজ তৃণমূল সুপ্রিমো। তাই, কর্মসূচি বদলে বৃহস্পতিবারই তিনি শহরের পথে ফের প্রতিবাদের রাস্তায় নামছেন।
সঙ্গে নামাচ্ছেন দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসিকেও। তৃণমূল সুপ্রিমো নিজে সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনপিআর ইস্যুতে কাল মিছিল করবেন রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত। তাঁর দলের শ্রমিক সংগঠন, সভানেত্রী দোলা সেনের নেতৃত্বে কালই মিছিল করবে ডানলপ আর নাগেরবাজার থেকে চিড়িয়ামোড় পর্যন্ত। মিছিল শেষে রেওয়াজ অনুযায়ী সভাও করবেন আইএনটিটিইউসি নেতৃত্ব।
এর পাশাপাশি, অন্যান্য রাজ্যের দলগুলোর সঙ্গে হাত মিলিয়ে তাঁর এই লড়াইকে জাতীয়স্তরে চাগিয়ে রাখতেও মরিয়া তৃণমূল সুপ্রিমো। ইতিমধ্যেই তিনি ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের শপথ অনুষ্ঠানে ডাক পেয়েছেন। সেখানে অন্যান্য বিরোধী দলের প্রতিনিধিরাও থাকবেন। তাঁদের সঙ্গে মিলে হেমন্তের শপথ অনুষ্ঠানের দিনই ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচি ছকে নিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি, উত্তরবঙ্গেও সংশোধিত নাগরিকত্ব বিল ইস্যুতে তিনি পথে নামতে চলেছেন। বিজেপি যেভাবে উত্তরবঙ্গকে পাখির চোখ করেছে, তাতে উত্তরে তাঁর লড়াইটা ফের নতুন করে শুরু করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে, কলকাতার আন্দোলন সামলে তিনি উত্তরবঙ্গে রওনা দেবেন বলেই তৃণমূল সূত্রে খবর।