থার্মোকলের বদলে শালপাতা ব্যবহারের বার্তা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৫ ডিসেম্বর: আজ ছিল বড়দিন। বড়দিন উপলক্ষ্যে পিকনিকে মেতেছেন আট থেকে আশি আর এই পিকনিক করতে এসে যারা থার্মোকলের প্লেট নিয়ে এসেছিলেন তাদের থার্মোকলের বদলে শালপাতার ব্যবহার করতে বললেন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের কর্মীরা। এছাড়াও ছিলেন গোপীবল্লভপুর থানার এসআই ও কর্মীরা। থার্মোকল ব্যবহারে শরীরের কতটা ক্ষতি এবং পরিবেশের কতটা ক্ষতি হয় সেটাই সাধারণ মানুষকে বোঝালেন ব্লক অফিসের কর্মীরা।

এদিন গোপীবল্লভপুর ঝিল্লি পাখিরালয়ে অনেকেই এসেছিলেন পিকনিক করতে যারা শালপাতা নিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানান ব্লক অফিসের কর্মীরা। অন্যদিকে নয়াগ্রামের জঙ্গলকন্যা সেতুর পাশে যারা পিকনিক করতে এসেছিলেন থার্মোকল নিয়ে তাদের কাছ থেকে থার্মোকল নিয়ে শালপাতা ব্যবহার করতে বলেন ওই এলাকার পুলিশ প্রশাসন ও ডাহি গ্রামবাসী বৃন্দ। প্রশাসনের এরকম অভিযান দেখে সকলেই আপ্লুত। প্রশাসনের এই অভিযানের পরেই যারা থার্মোকল নিয়ে এসেছিলেন তারাও থার্মোকল বর্জন করেন। তাদের মধ্যে অনেকে আবার বলেন ভবিষ্যতে তারা আর থার্মোকল ব্যবহার করবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *