স্মার্ট হচ্ছে তৃণমূল, কর্মীদের হাতে বারকোড যুক্ত পরিচয় পত্র

আমাদের ভারত, কোচবিহার, ২৬ মার্চ: আগামী ২ মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় ঢুকতে গেলে লাগবে বিশেষ পাস। ইতিমধ্যেই বারকোড লাগানো পাসগুলি বিতরণ শুরু করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। যেখানে কর্মীদের নাম ছাপার অক্ষরে থাকবে এছাড়াও থাকবে একটি বারকোড, বারকোড স্ক্যান করে ঢোকা যাবে স্টেডিয়ামের ভেতরে। এটাই প্রথম এরাজ্যের কোনও রাজনৈতিক দল এই ধরনের উদ্যোগ গ্রহণ করল।

লক্ষ্য আগামী বিধানসভা নির্বাচন, তার আগে পৌরসভা। সেমিফাইনাল এবং ফাইনালের আগে তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রথম থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সভার ক্ষেত্রে যে সংস্কৃতি লক্ষ্য করা যেত তা এখন অতীত হতে চলেছে, এক্ষেত্রে স্মার্ট হচ্ছে তৃণমূল কংগ্রেস। আগামী ২ মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সভা সেখানেই প্রথম এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। কর্মী সভায় যারা উপস্থিত হবেন প্রত্যেক নেতা থেকে কর্মী তাদের দেওয়া হচ্ছে একটি বার কোড যুক্ত পরিচয় পত্র। এটা দেখেই তাদের কর্মীসভায় ঢুকতে হবে। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশলী পিকে টিম এর উদ্যোগে, এই ব্যবস্থা চালু করা হয়েছে। তবে এক্ষেত্রে মুখে কুলুপ এঁটেছে জেলার তৃণমূল নেতারা, তাদের দাবি এ বিষয়ে দলের পক্ষ থেকে কোনও কিছুই বলা যাবে না। আজ কোচবিহারে সুকান্ত মঞ্চে এই বিষয়ে একটি আলোচনা অনুষ্ঠিত হয় এবং সেখানে কোচবিহারের দলীয় কর্মীদের হাতে এই বারকোড যুক্ত পাস তুলে দেওয়া হয়েছে।

সূত্রের খবর, কোচবিহার জেলা থেকে প্রায় ৫০০ নেতা ও কর্মী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাবেন কর্মীসভায় যোগ দিতে। তার আগে কর্মীদের নিয়ে আজ আলোচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের প্রায় সব নেতারাই। যদিও মিটিং-এ কি নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে মুখ খুলতে চাননি কেউই। তবে কর্মীদের বারকোড যুক্ত পরিচয় পত্র তৃণমূল কংগ্রেস কর্মীদের কতটা শৃৃঙ্খলাবদ্ধ রাখতে পারে সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *