আমাদের ভারত, মালদা, ৩ অক্টোবর: উত্তরপ্রদেশে তরুণীর গণধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে জেলাজুড়ে প্রতিবাদ সভা করল মালদা জেলা তৃণমূল কংগ্রেস। শনিবার দুপুর ৩টে থেকে বিকেল ৫টা এই সময়ে প্রতিটি ব্লকে প্রতিবাদ সভা করার নির্দেশ দেন জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসম নূর। এদিন দুপুর ১২টায় মালদা শহরে স্টেশন রোড এলাকার নূর ম্যানশন ভবনে একটি সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের সভাপতি মৌসুম নূর। উপস্থিত ছিলেন দলের জেলার দুই মুখপাত্র শুভময় বসু, তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর বাবলা সরকার, অম্লান ভাদুরি প্রমুখ।
এরপর বিকেল চারটেয় গাজোলে উত্তরপ্রদেশের ঘটনার প্রতিবাদে বিশাল মিছিল বের হয়। তৃণমূলের এই মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ মৌসম নুর, গাজোলের বিধায়ক দিপালী বিশ্বাস সহ দলের জেলা নেতৃত্ব।
অন্যদিকে উত্তরপ্রদেশে তরুণীর গণধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে মালদা শহরে রবীন্দ্র ভবন এলাকায় প্রতিবাদ সভা করেন ইংরেজবাজারের বিধায়ক নিহার ঘোষ। পাশাপাশি এদিন দুপুর ২টায় মালদা টাউন স্টেশন চত্বরে ইংরেজবাজার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারির উদ্যোগে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইংরেজবাজার পুরসভার ২২ এবং ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নরেন্দ্রনাথ এবং অঞ্জু তেওয়ারির উদ্যোগে মূলত এদিনের এই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘন্টা ধরে চলে প্রতিবাদ সভা। সেখানে তৃণমূল দলের নেতারাও উত্তরপ্রদেশ প্রসঙ্গ নিয়ে বক্তব্য রাখেন।
এদিকে এদিন মালদা শহরের তৃণমূলের দলীয় কার্যালয়ে নূর ম্যানশন ভবনে সাংবাদিক বৈঠকে দলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর বলেন, উত্তরপ্রদেশের হাথরসে তরুণীর গণধর্ষণ এবং খুনের ঘটনায় নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গেলে তৃণমূল সাংসদ নেতাদের এলাকায় ঢুকতে দেওয়া হয়নি। ওই রাজ্যের যোগী আদিত্যনাথের সরকার চাপে পড়ে পাঁচজন আধিকারিককে বহিষ্কার করেছে। কিন্তু পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেন ওই তরুণী মৃত্যুর পর, তার দেহ পরিবারের হাতে তুলে দিল না উত্তরপ্রদেশের যোগী সরকার। এর জবাব মানুষ চাইছে। কেন তৃণমূল সাংসদদের এখন বিষয়টি ধামাচাপা দিতেই তৃণমূল নেতৃত্বকে সেখানে যেতে বাধা দেওয়া হচ্ছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যজুড়ে এদিন প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন। সেই প্রতিবাদ মিছিলের অংশ হিসাবে আমরা এদিন মালদা জেলায় প্রতিটি ব্লকেই বিক্ষোভ সভা এবং প্রতিবাদ মিছিল করেছি। গাজোলে এদিন একটি বিশাল প্রতিবাদ মিছিল ও সভা করা হয়েছে।