আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৭ ডিসেম্বর: সহায়ক মূল্যে ধান বিক্রি নিয়ে বচসার জেরে বড়ঞা পঞ্চায়েত সমতির সহ সভাপতি কার্তিক মন্ডলকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের ওপর গোষ্ঠীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেল ৪টেয় ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার বড়ঞা কৃষক বাজার চত্ত্বরে। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল কংগ্রেস নেতাকে মারধরের ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে শাসক দলের নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা।
দলের ব্লক সভাপতি গোলাম মুর্শিদ জানিয়েছেন, দোষীদের অবিলম্বে গ্রেফতার সহ কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। যদিও ব্লক সভাপতি অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের বড়ঞা বিধানসভার কো-অর্ডিনেটর সনজিৎ দাস সহ তার অনুগামীরা হঠাৎ সহায়ক মূল্যে ধান কেনাকে কেন্দ্র করে মারধর করে, আমরা প্রসাশনকে জানিয়েছি অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বড়ঞাঁ বিধানসভা কো-অডিনেটর সঞ্জীত দাস।তিনি জানান, আমরা কোনও মারধর করিনি আমাদের উপর মিথ্যা দোষারোপ করা হচ্ছে।