বিধানসভার গরিমা নষ্ট করছে তৃণমূল সরকার, অভিযোগ কংগেস বিধায়ক মনোজ চক্রবর্তীর

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৯ ডিসেম্বর:
বিধানসভাকে হাস্যকর করে তুলছে রাজ্যের শাসক দল। সোমবার বিধানসভায় এক সাংবাদিক বৈঠক করে এইকথা জানান কংগ্রেসের পরিষদীয় দলনেতা মনোজ চক্রবর্তী। তিনি বলেন, বিধানসভা চলছে। কিন্তু হাউসে কোনও আলোচনা হচ্ছে না। সরকার বিরোধী দলের বিধায়কদের প্রশ্নেরও উত্তর দিচ্ছেন না বলে জানান তিনি। তাঁর আরও অভিযোগ, বিধানসভার এমন খারাপ হাল আমি আগে কখনও দেখিনি বলে জানান কংগ্রেস বিধায়ক। তিনি আক্ষেপ করে বলেন, বর্তমানে বিধানসভায় প্রশ্ন উত্তর পর্ব বন্ধ হয়ে যাচ্ছে। অথচ এই বিধানসভায় একটা সময় দীর্ঘসময় বসে বিতর্ক হতো। তবে সব কিছুকে বাদ দিয়ে এবারের বিধানসভার অধিবেশনের হাল সব থেকে খারাপ বলে দাবি করেন কংগ্রেস বিধায়ক।

মালদা ও কালিঘাট গণধর্ষণ নিয়ে বিধানসভায় আলোচনা চাইলেন বাম, কংগ্রেস বিধায়করা। সোমবার বিধানসভা শুরু হতেই বিরোধী দলের বিধায়করা দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়েও বিধানসভায় আলোচনা চান। তবে বিরোধীদের দাবি মানেননি বিধানসভার অধক্ষ্য। এরপর বাম, কংগ্রেস বিধায়করা স্পিকারের কাছে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মুলতুবি প্রস্তাব জমা করে। তবে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তা খারিজ করেন। যার ফলে বাম, কংগ্রেস বিধায়করা বিধানসভা থেকে ওয়াক আউট করেন। যদিও ওয়াক আউট করার আগে বিরোধী দলের বিধায়করা অধক্ষের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পরেন। শেষে বাম ও কংগ্রেস বিধায়করা বিধানসভার বাইরে এসে স্লোগান তুলতে শুরু করেন। দীর্ঘদিন এমন ভাবে বিধানসভা চলতে থাকলে তা গণতন্ত্রের পক্ষে সুখকর নয় বলেই জানান মনোজ চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *