কুমারেশ রায়, মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে অবস্থান বিক্ষোভ চলছে দাসপুর বাসস্টপেজে। বিকেল ৩ টা পর্যন্ত এই অবস্থান চলবে। তৃণমূল নেত্রীর নির্দেশে জেলার প্রতিটি ব্লকে চলছে এই বিক্ষোভ কর্মসূচি। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ ব্লকের উদ্যোগে সিএবি ও এনআরসি আইন বাতিলের দাবিতে এই বিক্ষোভ ধর্না কর্মসূচি শুরু হয়েছে।
এই অবস্থান বিক্ষোভ ধর্না অবস্থানে সামিল হয়েছেন বিধায়ক মমতা ভুঁইঞা, ব্লক সভাপতি সুকুমার পাত্র, জেলাপরিষদের জনস্বাস্থ্য কর্মাধক্ষ্য শ্যাম পাত্র, দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক, জেলা সম্পাদক কৌশিক কুলভী, জেলা যুব সহ সভাপতি সুদীপ মন্ডল, জেলা মাইনরিটি সেলের সহ সভাপতি আলি আকবর খাঁন সহ কয়েকশো তৃণমূল সমর্থক।