নির্বাচনে তৃণমূল-বিজেপি আশাবাদী  

আমাদের ভারত, মেদিনীপুর, ২২ নভেম্বর: শুধু কংগ্রেস, সিপিএম নয় আমরাও খড়্গপুরের প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী চেয়েছি। বুথের ভেতরেও যাতে কেন্দ্রীয় বাহিনী থাকে এবং রাস্তাতে যাতে ভোটারদের কেউ ভয় দেখাতে না পারে তার জন্য আমরা রাস্তায় পেট্রোলিং এরও দাবি করেছি। আজ খড়্গপুরে সাংবাদিকদেব প্রশ্নের উত্তরে একথা জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে সংবেদনশীল হিসেবে আমরা নির্দিষ্ট কয়েকটি ওয়ার্ডের কিছু বুথের কথা বলেছি।

দিলীপ ঘোষ বলেন, এবারের বিধানসভা ভোটে এক লক্ষ ভোটে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী তিনি। তারকা দিয়ে প্রচারের ব্যাপারে দিলীপ বাবু বলেন, গতবারেও তারকা দিয়ে লোকসভা ভোট করিয়েছেন মমতা ব্যানার্জি, তারকাদের জিতিয়েছেন হয়তো, কিন্তু তারকা দিয়ে প্রচার করে জেতাতে পারবেন না। যদি হত তাহলে ৪২ থেকে ২২ হত না। যখন নিজেদের কর্মকর্তা, নেতাদের প্রতি আত্মবিশ্বাস কমে যায়, তখন এই রকম সেলিব্রিটি দিয়ে ভোট করার চেষ্টা হয়, সেটা তৃণমূল করছে। তবে ভোটের পর বেলারানীর মতো অনেকেই যে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসবেন, সে ব্যাপারেও আজ পরিষ্কার জানিয়ে দেন দিলীপ বাবু। দিলীপ ঘোষ বলেন, ২৮ তারিখের পর শুভেন্দু অধিকারীকে এখানে আর আসার দরকার হবে না। 

দিলীপ ঘোষের বক্তব্য প্রসঙ্গে তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি বলেন, দিলীপ ঘোষরা ৪৫ হাজারের বেশি ভোট খড়্গপুরে পাবেন না। 
শুক্রবার খড়্গপুরের একটি সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের কয়েকজন কাউন্সিলর বিজেপিতে যোগ দেবেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন। এর পাল্টা অজিত মাইতি বলেন, উপনির্বাচনের পর খড়্গপুরে বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না। সমাজবিরোধী প্রেমচাঁদ ঝাঁকে প্রার্থী করায় বিজেপির ৪ জন কাউন্সিলর ও কয়েকজন নেতা তৃণমূলের হয়ে কাজ করছেন। তাঁরা দিলীপ ঘোষকে শিক্ষা দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *