আমাদের ভারত, হুগলী, ৩১ মে: বাড়ির রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে উতপ্ত হয়ে উঠল হুগলীর হরিপাল থানার খামারচন্ডি এলাকা। ইটের আঘাতে আহত এক পুলিশ কর্মী। ঘটনায় হরিপাল কলেজের সামনে তৃণমূল কংগ্রেসের কার্ষালয়ে ভাঙ্গচুর চালানোরও অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।
অভিযোগ, বিজেপির হামলার জেরে আশুতোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত সরকারের হাতের আঙুল ভেঙ্গে যায়। সংঘর্ষ থামাতে এসে এক পুলিশ কর্মী ইটের ঘায়ে জখম হয়েছেন। পাশাপাশি সংঘর্ষের জেরে বিজেপির এক কর্মী আহত হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী রয়েছে।
তৃণমূলের অভিযোগ, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের নেতৃত্বর এলাকায় হামলা চালানো হয়। তাতে তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ আহত হন বেশ কয়েক জন তৃণমূল কর্মী।
পঞ্চায়েত প্রধান সুমিত সরকারের অভিযোগ, পারিবারিক একটি গন্ডগোলকে কেন্দ্র করে আরামবাগের বিজেপি নেতা বিমান ঘোষের নেতৃত্বে হরিপাল এলাকার পার্টি অফিস ভাঙ্গচুর চালানো হয় এবং তাকেও মেরে আঙ্গুল ভেঙ্গে দেওয়া হয়।
অন্যদিকে বিজেপি বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জেলা সভাপতি বিমান ঘোষ পাল্টা অভিযোগ করে বলেন, ওই এলাকায় বিজেপির এক কর্মীকে নির্যাতন করা হচ্ছিল তাই আমরা এলকার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গেলে উল্টে আমাদের উপর হামলা চালানো হয়। এমনকি থানার সামনেই বিজেপি কর্মীদের ইট ছুড়ে মারধর করা হয়। শুধু তাই নয় পুলিশ কর্মীদেরও মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয় এবং বেশ কয়েকটি গাড়িও ভাঙ্গচুর করা হয়।