তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত গোঘাট, আহত ৪

আমাদের ভারত, আরামবাগ, ১৬ নভেম্বর: তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত চারজন। দুজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেই তৃণমূল কর্মী। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অবস্থা নিয়ন্ত্রণে আনতে  এলাকায় চলছে পুলিশি টহল। এই ঘটনা হুগলীর গোঘাটের বদনগঞ্জের।

জানা গেছে, এলাকা দখলকে কেন্দ্র করে বদনগঞ্জের একটি চায়ের দোকানে দুই পক্ষের সাথে প্রথমে তর্ক বিতর্ক থেকে হাতাহাতি তারপর শুরু হয় লাঠিসোঁটা নিয়ে মারামারি। এই ঘটনায় তৃণমূলের দুজন ও বিজেপির দুজন আহত হয়েছেন। তৃণমূলের আহত দুজনকে কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছে। বিজেপির দুজনকে প্রাথমিক চিকিৎসা করানো হয়।

তৃণমূল নেতা মোজাফফর মল্লিক অভিযোগ, বদনগঞ্জ এলাকায় একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন আমাদের কর্মীরা। সেই সময় বিজেপির লোকজন তাদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন,অতর্কিতে তৃণমূল কর্মীরাই বাঁশ লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়।
ঘটনা স্থলে গোঘাট থানা ওসির নেতৃত্বে  বিশাল পুলিশবাহিনী পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনায় এলাকায় চলছে পুলিশি টহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *