বাঘ ধরার জন্য সুন্দরবন থেকে এল বিশেষজ্ঞ টিম বসানো হল খাঁচা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৭ জানুয়ারি: ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার লক্ষ্মণপুর গ্রামের সরষে খেত থেকে যে অজানা জন্তুর পায়ের ছাপ পাওয়া গেছিল সেটা যে বাঘের সেটা একপ্রকার বলতে গেলে নিশ্চিত বনদপ্তর। তা সঠিক ভাবে নিশ্চিত করতে সুন্দরবন থেকে আনা হয়েছে চার জনের বিশেষজ্ঞ দল। কাল সোমবার বনদপ্তরের কর্মী ও পুলিশ যেসব এলাকায় এই পায়ের ছাপ পাওয়া গেছে সেইসব এলাকা ঘুরে দেখেন। পায়ের ছাপ দেখার পরেই তারা অনেকটাই নিশ্চিত যে এটা বাঘের পায়ের ছাপ। এর পরেই বিশেষজ্ঞ টিম ঠিক করেন যে মঙ্গলবার মায়াবতী জঙ্গলে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। এছাড়া আজকে তারা নিয়ে এসেছে একটি খাঁচা। মঙ্গলবার আরো কিছু খাঁচা বসানো হবে, সেগুলি কোথায় বসানো হবে সেই সব জায়গা আজ চিহ্নিত করে রাখা হয়েছে।

এছাড়া ক্যামেরাও বসানো হবে। কোথায় কোথায় ক্যামেরা বসানো হবে সেই সব জায়গায়ও চিহ্নিত করা হয়েছে। রবিবার যেখানে পায়ের ছাপ পাওয়া গেছে ওইসব এলাকায় মাইকিং এর পাশাপাশি বাড়িতে বাড়িতে গিয়ে কথা বললেন বনদপ্তর কর্মীরা। জঙ্গল সংলগ্ন যেসব গ্রামগুলি আছে সেসব গ্রামে মাইকের মাধ্যমে ও সতর্ক করলেন বনকর্মীরা। এলাকায় আতঙ্ক ছড়িয়ে আছে। বাঘের ভয়ে সন্ধ্যের পর থেকে বাড়ি থেকে বেরোনো প্রায় বন্ধই করে দিয়েছেন জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা। ঝাড়গ্রাম বনবিভাগের আধিকারিক বাসবরাজ হেলায়ইচি জানিয়েছেন, এখানে একটি বিশেষজ্ঞ টিম অনুসন্ধান চালাচ্ছে। আমরা এখনো চাক্ষুষ কিছু দেখতে পাইনি। তাই এখনো কিছু বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *