স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ এপ্রিল: সেফটিক ট্যাঙ্কের কাজ করতে গিয়ে তিনজন শ্রমিকের মৃত্যু হলো। ঘটনাটি ঘটেছে, নদিয়ার ভীমপুর থানার নতুন গ্রাম এলাকায়।
ভীমপুর থানা সূত্রে জানা যায়, নতুন সেফটি ট্যাঙ্কের ঢালাইয়ের কাজ শেষ হয়েছে, সেন্টারিংয়ের কাঠ খোলা হচ্ছিল। সেই সময় ভিতরে লেবাররা কাজ করছিল। প্রথমে একজন কাজ করতে যাওয়ার পর তার কোনো সাড়া না পাওয়ায় দ্বিতীয় জন নামে সেফটি ট্যাঙ্কের ভিতর, তারও সাড়া না পাওয়ায় আরেকজন নামে ওই সেফটি ট্যাঙ্কে। এভাবে তিনজনের কারো সাড়া শব্দ না পাওয়ায় অন্য যারা শ্রমিক ছিলেন তারা চিৎকার করতে থাকেন। এরপর প্রতিবেশীরা এসে সেফটি ট্যাঙ্কটি ভাঙ্গার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভীমপুর থানার পুলিশ। তারপর পুলিশ তৎপরতায় তিনজনকে তোলা হয় গর্ত থেকে। তিন ব্যক্তিকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তিদের নাম শুভেন্দু দে (২৮), সুমন বিশ্বাস (৩০), অমৃত বিশ্বাস (৩১)। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।