আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ এপ্রিল: ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গুপ্তার বাগান এলাকার একটি বাড়ির মধ্য থেকে তিনটি তাজা বোমা উদ্ধার হলো। এদিন বেলায় নাড়ু গোপাল চক্রবর্তীর ভাড়াটিয়া ডলিদেবী কাঠ আনতে গিয়ে কালো প্ল্যাস্টিকে মোড়া তিনটি কৌটো দেখতে পান। জগদ্দল থানার পুলিশ এসে তাজা বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায়। তবে রাতের অন্ধকারে বাড়ির মধ্যে কেউ বোমাগুলো লুকিয়ে রেখেছিল বলে অনুমান নাড়ু বাবুর পুত্র বিজয় চক্রবর্তীর। ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।
অপর দিকে বিজেপি প্রার্থী অর্জুন সিং পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “পুলিশ প্রশাসন ঠিক করে কাজ করে না। পুলিশ এখানে দুষ্কৃতীদের নিরাপত্তা দেয়, তাই দুষ্কৃতীরা বোমা বানাচ্ছে। আর বিজেপি কর্মীরা ওই এলাকায় দেওয়াল লিখতে পারছে না।কিন্তু পুলিশকে নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে সেটা না করলে ভোটের সময় গণ্ডগোল হবে। আমার বাড়ির সামনে এতো সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে, আর যেখানে বোম পাওয়া যাচ্ছে ওখানে সিসি ক্যামেরা নেই।”