সাথী দাস, পুরুলিয়া, ২৩ অক্টোবর: অনাস্থা কার্যকরী হওয়ার আগে নিজেদের নিরাপত্তা সুরক্ষিত রাখতে জেলা পুলিশের দ্বারস্থ হলেন ঝালদা পৌরসভার কংগ্রেসের তিন কাউন্সিলর। এই বিষয়ে ঝালদা পৌরসভার বিরোধী দলনেতা তথা ৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল জানান, “ঝালদা পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থার ডাক দেওয়া হয়েছে। কিন্তু অনাস্থা যাতে সফল না হয় সে জন্য আমাদের ওপর চাপ সৃষ্টি হতে পারে। তাই নিরাপত্তার অভাব বোধ করছি। সেই কারণে পুনরায় নিরাপত্তা রক্ষী চেয়ে পুরুলিয়ার ডিআইবি পুলিশ সুপারের কাছে আবেদন জানিয়েছি।”
প্রসঙ্গত, গত ১৩ মার্চ কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু দুষ্কৃতীদের হাতে খুন হওয়ার পর কংগ্রেস কাউন্সিলরদের প্রত্যেকের জন্য একজন করে দেহরক্ষী নিয়োগ
করেছিল পুরুলিয়া জেলা পুলিশ। কিন্তু বর্তমানে তাঁদের কোনো দেহরক্ষী নেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা অনাস্থা পড়ার দশ দিন হতে না হতেই কংগ্রেস কাউন্সিলররা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? উঠছে প্রশ্ন। সম্প্রতি বিষয়টি নিয়ে কংগ্রেস কাউন্সিলররা ঝালদার অস্থায়ী সিবিআই ক্যাম্পে গিয়ে অফিসারদের কাছে এই বিষয়ে জানিয়ে এসেছেন।