Sukanta, BJP, হাজার বছরের পুরনো উৎসব দোল! কে কতক্ষণ রং খেলবে সেটা ঠিক করার অধিকার আদৌ আছে তাঁর? মমতাকে প্রশ্ন ছুঁড়ে তোপ সুকান্তর

আমাদের ভারত, ১৩ মার্চ: দোলযাত্রা পালনের নানা বিধি নিষেধ চাপানোর অভিযোগ উঠেছে প্রশাসন ও শাসক দলের বিরুদ্ধে। তাই এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলে আক্রমণ শানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার বলেন,‌ কে কতক্ষণ রং খেলবে সেটা কি সরকার ঠিক করে দিতে পারে? তিনি প্রশ্ন তুলে বলেন সরকারের কি আদৌ সে ক্ষমতা বা অধিকার আছে? দোল হাজার বছর ধরে খেলা হচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন ২০১১ সালে। তাহলে কি তিনি ঠিক করে দিতে পারেন হোলি কে কখন কতক্ষণের জন্য খেলবে?

বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে এবার দোল শুক্রবার পড়ায় মুসলিমদের তোষণ করতে সকাল দশটার মধ্যে রং খেলা সেরে ফেলতে হবে বলে বিভিন্ন জায়গায় হুলিয়া জারি করা হচ্ছে। তার মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনও রয়েছে। পশ্চিমবঙ্গে এই ধরণের ঘটনা আগে কোনদিন ঘটেনি বলেও দাবি করেছে বিজেপি।

সুকান্তবাবু বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার প্রথমবার তোষণের রাজনীতি করছে এমন নয়, দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করে চলেছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন গোঁড়া মুসলিম ভোট ব্যাঙ্ক, যাদের সঙ্গে জামাতের যোগাযোগ রয়েছে, বাংলাদেশের বহু সংগঠন যারা এপারে স্লিপার সেল এর মত কাজ করে। নির্বাচনের সময় তারা সবাই ওনাকে সাহায্য করে। মুসলিমরা একজোট হয়ে ওনাকে ভোট দিচ্ছে। তাই মুসলিম তোষণ চলছে।

এরপর তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। সমস্যা হলো দুধ উনি খাচ্ছেন, কিন্তু লাথি খেতে হচ্ছে বাংলার হিন্দুদের। পশ্চিমবঙ্গের হিন্দুদের প্রতি সুকান্তবাবুর আবেদন, আমি পশ্চিমবঙ্গের হিন্দুদের বলবো আপনারা দোল খেলুন। সারম্বরে দোল পালন করুন। যেখানে যেখানে পুলিশ বাধা দেবে আমরা সবাই একসঙ্গে লড়াই করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *