করোনা বা স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই ধর্মতলা থেকে বাসে বাড়ি ফিরছে হাজার হাজার মানুষ

নীল বনিক আমাদের ভারত কলকাতা, ২৩ মার্চ: করোনা বা স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই ধর্মতলায় বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফিরছে হাজার হাজার যাত্রী। গতকাল বাস না চলায় কেউ ফিরতে পারেননি। আজ বাস ধরার জন্য ভোর থেকেই প্রচুর মানুষের ভিড় ধর্মতলায়। কিন্তু মানা হচ্ছে না কোনও সতর্কতা।

লকডাউনের আগে ধর্মতলায় বাস ধরার জন্য ভিড় জমিয়েছেন সাধারন মানুষ। আর তাতেই বাড়ছে বিপদের আশঙ্কা। কারন করোনা ভাইরাসের জন্য একজায়গায় বেশি জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করছে রাজ্য প্রশাসন। কিন্তুু ধর্মতলায় তার উল্টো ছবি দেখা গেল সোমবার সকাল থেকে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ফেরার জন্য প্রচুর মানুষ ধর্মতলার বাসস্ট্যান্ডে জড়ো হয়েছেন। বাড়ি ফেরার জন্য বাসে উঠতে গিয়ে মানুষ রীতিমতো হুড়োহুড়ি শুরু করে দিয়েছেন।

দুর্ঘটনা এড়াতে সাধারন মানুষকে নিয়ন্ত্রন করার জন্য আসতে হয়েছে কলকাতা পুলিশকে। তারা লাইন করে বাসে যাত্রীদের তুলে দিচ্ছেন। এদের অনেকেই গতকাল মুম্বই, চেন্নাই, কেরল সহ বিভিন্ন রাজ্য থেকে এসেছে। কিন্তু কোনও রকম পরীক্ষা ছাড়াই এভাবে একসঙ্গে বাসে তোলা কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন থাকছে। আজই বাসে বাড়ি যাওয়ার জন্য ধর্মতলায় এসে অসুস্থ হয়ে পড়েন অসমের এক যুবক। তাঁকে পুলিশ বেলেঘটা আইডিতে নিয়ে গেছে। তবে এব্যাপারে প্রকাশ্যে মুখ খুলতে চাইছে না সরকারি বাসচালকরা। তারা জানাচ্ছেন, পরিবহন দফতরের নির্দেশেই বাস চালানো হচ্ছে। অন্যদিকে কলকাতা পুলিশের কর্তব্যরত পুলিশকর্মীরাও সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাইলেন না। তারাও বলছেন উপরের নির্দেশেই আমরা কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *