সিং অনেক থাকলেও সিংহী কিন্তু একজনই, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন সোহম

আমাদের ভারত, ব্যারাকপুর, ৬ ফেব্রুয়ারি: “নোয়াপাড়া ও ব্যারাকপুরে সিং অনেক থাকলেও সিংহী কিন্তু একজনই, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সব সিংদের দরজা, জানলা খুললেই দেখা যায়। আমাদের দলের সম্পদ কর্মীরা। দলের কর্মীদের উদ্দেশ্যে বলব, যারা দলে থেকে বিজেপিতে গেছে তাদের কোনও কথায় কান দেব না আমরা। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে তুলে ধরব নাগরিকদের মধ্যে। যারা দল ছেড়েছে তাঁরা উইপোকা। দলের সুযোগ সুবিধা নিয়ে পিঠ বাঁচাতে মাথা নুইয়ে বিজেপিতে যোগ দিয়েছে। বললেন রাজ্য তৃণমূল যুব সহ সভাপতি তথা অভিনেতা সোহম চক্রবর্তী। উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত পলতায় তৃণমূল কংগ্রেস আয়োজিত নৈশালোকে আমন্ত্রণ মূলক ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করতে এসে একথা বলেন সোহম চক্রবর্তী।

তিনি বলেন, আমাদের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বারের জন্য ক্ষমতায় নিয়ে এসে নবান্নে পাঠানো। আমাদের প্রচারের হাতিয়ার উন্নয়ন, ওদের কোনও উন্নয়ন নেই। ওরা জনবিরোধী নীতি নিয়ে চলছে। কর্মীদের সতর্ক থাকতে হবে, ওদের কোনও প্রলোভনে বা ফাঁদে কেউ পা দেব না আমরা।
বিজেপি করোনা ভাইরাসের মতো দেশকে কুড়ে কুড়ে খেয়ে শেষ করে ফেলছে। যারা বিজেপিতে যোগ দিচ্ছে, তারা তাদের ভুল বুঝতে পারবে।

শুক্রবার রাতে পলতায় জনসংযোগ সুদৃঢ় করতে ও খেলাধুলার পরিবেশ গড়ে তুলতে ৩ দিনের নৈশালকে ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। শুক্রবার থেকে শুরু হওয়া আমন্ত্রণ মূলক এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে রবিবার ।

নোয়াপাড়া তৃণমূল যুব কংগ্রেস আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন সোহম চক্রবর্তী। বেলুন উড়িয়ে এই ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করেন সোহম। তার আগে বিধানসভা নির্বাচন উপলক্ষে নোয়াপাড়ার শীর্ষ তৃণমূল নেতৃত্বকে সঙ্গে নিয়ে গোটা পলতা এলাকায় হুড খোলা জিপে মিছিল করেন সোহম চক্রবর্তী।

সোহমের সঙ্গে হুড খোলা জিপে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা যুব তৃণমূল সভাপতি দেবরাজ চক্রবর্তী, নোয়াপাড়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল মজুমদার, নোয়াপাড়া বিধানসভার চেয়ারপার্সন মঞ্জু বসু।

এই ফুটবল প্রতিযোগিতায় ৮ টি দল অংশ নিচ্ছে, নক আউট পর্যায়ে খেলা হবে। রবিবার অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *