আমাদের ভারত, ৮ সেপ্টেম্বর: ফের আর জি কর কান্ডের প্রতিবাদ দেখা গেল তৃণমূলের অন্দরেই। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার কথা ঘোষণা করেন জহর সরকার। তবে তিনি কেবল সাংসদ পদ ছেড়েছেন তাই নয়, তিনি রাজনীতিও ছাড়ছেন বলে জানিয়েছেন। এই অবসর প্রাপ্ত আমলার পদত্যাগ ঘোষণার পরেই ফের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদার বলেন, আর জি কর কান্ডের প্রতিবাদে জহর সরকার সাংসদ পদ ও তৃণমূল ছাড়ছেন। এটা থেকে স্পষ্ট, যারা বাংলার ভালো চায় তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে আর সমর্থন করছেন না। বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস হারিয়েছেন। এই মুখ্যমন্ত্রী রাজ্যের ভবিষ্যতকে অন্ধকারে ঠেলে দিয়েছেন। এই কুশাসনের জেরে বাংলার মা মাটি মানুষ অসহায়। মানুষ জানতে চাইছে মুখ্যমন্ত্রী কবে ইস্তফা দেবেন? সোশ্যাল মিডিয়ায়ার পোস্টে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আক্রামণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।
জহর সরকার নিজের চিঠিতে মূলত যে দুটি বিষয় উল্লেখ করেছেন তা হল আর জি কর কান্ডের জেরে জন জাগরণ, যা রাজ্যের গন্ডি ছাড়িয়ে বিশ্ব দরবারে পৌঁছে গেছে। এই গণ আন্দোলন তাকে অনুপ্রাণিত করেছে। তিনি লিখেছেন মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের কারণ দুর্নীতিগ্রস্তদের প্রশ্রয় দেওয়া। কোনো সরকারের বিরুদ্ধে এমন ক্ষোভ ও অনাস্থা আগে দেখিনি। আর জি কর কান্ডে আপনার স্বক্রিয় হস্তক্ষেপ আশা করেছিলাম। এখন সরকার যে পদক্ষেপ নিচ্ছে তা খুব সামান্য ও অনেক দেরি হয়ে গেছে। মানুষের এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভে রাজনীতির রং লাগানো হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠিতে জানিয়েছেন।