“যারা দুর্নীতি করেছে তাদের আইনের সামনে আসতেই হবে, বিজেপি দলের কাউকেও ছাড়ে না,” মেদিনীপুরে গৃহ সম্পর্ক অভিযানে বললেন দিলীপ ঘোষ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ সেপ্টেম্বর: আজ মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত মণিদহ গ্ৰাম পঞ্চায়েতের বিভিন্ন গ্ৰামে বিজেপির “গৃহ সম্পর্ক অভিযান” এর সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ, জেলা সাধারণ সম্পাদক তপন ভুঁইঞা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের উত্তর দেন সাংসদ দিলীপ ঘোষ।

ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপির পরাজয়ের বিষয়ে, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেছেন যে, সারা দেশে সাধারণত এমন হয় যে ক্ষমতায় থাকারাই জয়ী হয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই হয়েছে। তিনি বলেন, গতবার এই আসন থেকে বিজেপি জিতেছিল, এবার উল্টো বিজেপি হেরেছে ৪ হাজার আসন থেকে। তিনি বলেছিলেন যে, উত্তরবঙ্গে আমাদের একজন বিধায়ক ছিল এবং সেই সময় বিজেপির সমস্ত এমপি আসন জিতেছিল। তিনি বলেন, কেন্দ্রীয় কমিটি বিজেপির ওপর ক্ষুব্ধ হলেও আবারও নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হবেন, কারণ মানুষ বিজেপি ও মোদীর সঙ্গে আছে।

এছাড়াও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর গ্ৰেপ্তারি বিষয়ে তিনি বলেন, যারা দুনম্বরি করেছে, দুর্নীতি করেছে তাদের আইনের সামনে আসতেই হবে। সে যেই পার্টি করুক, বিজেপির মধ্যে যারা রয়েছে বিজেপি তাদেরও ছাড়ে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *