রাজেন রায়, কলকাতা, ১৭ জানুয়ারি: যারা পেশার তাগিদে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ান, তাদের যাতে সরকারি বাস ট্রাম এবং লঞ্চে চড়ার জন্য বার বার টিকিট কাটতে না হয়, তার জন্য এক অভিনব পরিকল্পনা নিল রাজ্য পরিবহণ নিগম। কলকাতা শহরে বেসরকারি বাস ট্রাক্সির রমরমা বেশি। কিন্তু তার মধ্যেও পরিবহন নিগম ঘোষণা করল, এবার থেকে একটি মাত্র কার্ডে যতবার ইচ্ছে সরকারি বাস-ট্রাম ও লঞ্চে চড়া যাবে। খরচ মাত্র ১০০ টাকা। ২১ জানুয়ারি থেকে এই পরিষেবা মিলবে কলকাতায়।
এছাড়াও এই ট্রাভেল পাসে আরও একাধিক সুবিধার বন্দোবস্ত রাখা হচ্ছে। একটিমাত্র ট্রাভেল পাসের বিনিময়ে সরকারি এসি/নন এসি বাস, এসি/নন এসি ট্রাম ও লঞ্চে চড়া যাবে। তেমনই আবার ট্রাম ওয়ার্ল্ডে প্রবেশমূল্যও দিতে হবে না। পরিবহণ নিগমের তরফে জানানো হয়েছে, এই পাস থাকলে সাধারণ ট্রামের পাশাপাশি বিশেষ ট্রামগুলিতেও ভাড়া লাগবে না। তবে ১০০ টাকার বিনিময়ে পাসটির মেয়াদ ২৪ ঘণ্টা। একসঙ্গে ২০ জনের পাস কাটলে মিলবে ১০ শতাংশ ছাড়ও।
এই কার্ডে সুবিধা পাবেন কলকাতায় আসা পর্যটকরাও। অনেকেই আবার এক দেশ বা শহর থেকে অন্য শহর বা দেশে যাওয়ার সময় কলকাতা থেকে কানেক্টড ফ্লাইট নেন। সেই সময় হাতে বেশ কিছুটা সময় থাকলে শহরটা ঘুরে দেখতে চান তাঁরা। তাঁদেরও কাজে আসবে এই পাস।