করোনায় মৃত ব্যক্তিকে স্বচ্ছ আবরণে এবার দেখতে পাবে পরিবার, নির্দেশ নবান্নের

রাজেন রায়, কলকাতা, ৫ জুন: করোনায় মৃত্যু হলে এবার তাঁকে শেষ দেখা দেখতে পারবে পরিবার। তবে দেহ মোড়া থাকবে স্বচ্ছ প্লাস্টিকে। শুক্রবার দুপুরে নবান্নের তরফে এমনটাই জানানো হয়েছে। খুব তাড়াতাড়ি এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

প্রসঙ্গত, এতদিন পর্যন্ত কোনও করোনা রোগীর মৃত্যু হলে স্বাস্থ্য দফতরের নির্দিষ্ট গাইডলাইন মেনে হাসপাতাল থেকে আলাদা গাড়িতে করে সরাসরি ধাপার মাঠে নিয়ে গিয়ে সৎকার করা হচ্ছিল। করোনাভাইরাস সংক্রমণ এদেশে বাড়ার সময়েই মৃতদেহ সৎকার সংক্রান্ত বিশেষ গাইডলাইন প্রকাশ করেছিল আইসিএমআর। সারা দেশেই সেই নিয়ম মেনে সৎকার শুরু হয়। পরিবারের লোককে মৃত্যুসংবাদ দিলেও, তাঁদের কারও শেষ দেখা করার অনুমতি ছিল না। কিন্তু নতুন নিয়মে এবার থেকে দেহ মোড়া হবে স্বচ্ছ প্লাস্টিকে, যাতে পরিবারের সদস্যরা দেখতে পান সদ্য মৃত মানুষটিকে। তার পরেই নিয়ম মেনে সৎকার হবে।

নতুন নিয়ম অনুযায়ী, সৎকারের আগে কোনও ধর্মীয় মন্ত্রপাঠ বা রীতি পালন করতে চাইলে তা দেহ না ছুঁয়ে করা যেতে পারে। দেহকে স্নান করানো, জড়িয়ে ধরা, চুমু খাওয়া চলবে না। দেহ ঘিরে কোনও জমায়েতও করা যাবে না। সৎকারের পরে ছাই বা মাটি সংগ্রহ করা যেতে পারে ধর্মীয় রীতিপালনের উদ্দেশে, তাতে কোনও ঝুঁকি থাকবে না। কিন্তু এ দিন নবান্নের এক শীর্ষকর্তা জানান, কয়েক দিন ধরেই রাজ্য সরকারের কাছে মৃতের পরিবারের সদস্যদের তরফে একাধিক আবেদন আসছিল। নবান্ন সূত্রের খবর, বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *