আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ আগস্ট: আত্মসাতের তালিকা থেকে বাদ গেল না দুর্গাপুজোর অনুদানও। এবার দুর্গা পুজোর সরকারি অনুদানের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে।
সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টে দেখা যাচ্ছে ২০২৩ সালের দুর্গা পুজোর অনুদানের ৭০ হাজার টাকা শাসক দলের কাউন্সিলর মৌসুমী ভট্টাচার্যের স্বামী দেবব্রত ভট্টাচার্যের ফার্ম দেবমাল্য এন্টারপ্রাইজের নামে দেওয়া হয়েছে। যার মালিক টিটাগড় পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী দেবব্রত ভট্টাচার্য ওরফে দেবু। আর এই পোস্ট প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসছেন মানুষজন।
গত ২০২৩ সালে ওই ওয়ার্ডের শাসক দলের কাউন্সিলরের স্বামী দেবব্রত ওরফে দেবু বিবেকনগর সর্বজনীন দুর্গা পুজো কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া চেকটিতে দেখা যাচ্ছে ব্যারাকপুর ট্রেজারি থেকে গত বছর ১২/১০/২০২৩ তারিখে “দেবমাল্য এন্টারপ্রাইজের” নামে ইস্যু করা হয়েছিল। ইস্যু হওয়া চেকটিতে মালিকের নামও উল্লেখ করা রয়েছে। তাহলে কি কাউন্সিলরের স্বামী হওয়ায় প্রভাব খাটিয়ে দেবব্রত ভট্টাচার্য ওরফে দেবু পুজো অনুদানের সরকারি টাকা নিজের ফার্মের নামে লিখিয়ে আত্মসাৎ করেছে? তা নিয়েই উঠছে প্রশ্ন।
শিক্ষা, খাদ্য সহ একাধিক দুর্নীতির পাশাপাশি পুজো অনুদানের ক্ষেত্রেও কি দুর্নীতি এবার মাথা চাড়া দিল? এর জনয দায়ী কে? প্রশাসন? নাকি স্থানীয় পুরসভা? নাকি এর পিছনে অন্য গল্প? এমটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীদেরর মধ্যে।