আমাদের ভারত, ৫ আগস্ট: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ না করেও দুটি বইয়ের নামকরণের বিষয়টি তুলে ধরে সামাজিক মাধ্যমে চুড়ান্ত ব্যঙ্গ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তাঁর এই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
বস্তুত মহাশ্বেতা দেবী এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়— এই দুই স্বনামধন্য লেখক লেখিকার দুটি বইয়ের নামকরণকে ঘিরেই এই ব্যঙ্গ করেছেন তথাগত রায়। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত জীবনে পিসি ও ভাইপোর সম্পর্কের আবদ্ধ। ফলে রাজ্যের রাজনৈতিক পরিসরে পিসি-ভাইপো শব্দবন্ধ গত প্রায় এক যুগ ধরে বাঙালির ঘরোয়া কথা থেকে কাগজের ভাষায় একটা নেতিবাচক ছাপ পড়েছে।
এবার সেই বিষয়টিকে হাতিয়ার করে সোমবার মহাশ্বেতা দেবীর লেখা ‘পিসি ডাকাত’ এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ‘ডাকাতের ভাইপো’— এই দুই বইয়ের প্রচ্ছদ যুক্ত করে এক্স মাধ্যমে তথাগতবাবু লিখেছেন, “লেখকরা সত্যি ত্রিকালদর্শী’।
যদিও এই পোস্টটি করা হয়েছে ‘হীরকরানি বাই বাই’ গোষ্ঠীর তরফে। তথাগতবাবু সেই পোস্ট শেয়ার করেছেন। সাম্প্রতিক সময়ে রাজ্যের একাধিক দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটিকেই আবারও নতুন করে উস্কে দিয়েছেন বলা যায়।