আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৫ ফেব্রুয়ারি: বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার সময় রাজ্য সরকার কিংবা জেলা প্রশাসনের সহযোগিতা পাওয়া যায়নি গত পাঁচ বছরে, রবিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই অভিযোগ করলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ চিকিৎসক জয়ন্ত রায়। সব বাধা পেরিয়ে রেলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, এছাড়া রাস্তা, প্রধানমন্ত্রী আবাসন যোজনার মাধ্যমে ঘর বিলি, রাস্তা সংস্কার, পানীয় জল ও ১৭০ জনকে আর্থিক ভাবে চিকিৎসার পরিষেবা দেওয়া সহ একাধিক উন্নয়নমূলক কাজ করা হয়েছে বলে দাবি সাংসদের। এদিন অসম মোড়ের সাংসদ কার্যালয়ে সাংবাদিক বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী, বিজেপি নেতা তপন রায়, শ্যাম প্রসাদ সহ অনেকে।
এদিন সাংসদ বলেন, কাজ করার পর ইউটিলাইজেশন সার্টিফিকেট পেতেও হয়রানির শিকার হতে হয়েছে। তিনি বলেন, জেলার চা বাগানের পানীয় জল ও স্বাস্থ্যের সমস্যা রয়েছে। চা বাগানে পানীয় জল প্রকল্পের কাজ করা গেলেও কোনো সাইনবোর্ড ঝোলানো যাবে না এরকমই শর্ত দেওয়া হয়েছিল। এমনকি পানীয় জল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানেও সাংসদ উপস্থিত থাকবেন না এমন শর্ত মেনেও কাজ করতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন,”চা বাগানের স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে পলিসি চেঞ্জ করার জন্য আলাদা করে সার্ভে করে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। পিএফের সমস্যা রয়েছে আধার কার্ডে লিঙ্ক না করার জন্য সেটা দেখা হয়েছে। ভারত- বাংলাদেশ সীমান্তে প্রায় ত্রিশ কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই, পাচার রুখতে সেখানে কাঁটাতারের প্রয়োজন বলে তিনি জানান।
তিনি বলেন, এই রাজ্যকে পাকিস্থান করে দেওয়া হচ্ছে। উগ্রপন্থীদের ডেরা করে ফ্রি করিডর করা হচ্ছে, এটা তো করতে দেব না আমরা। ২০২৪ সংসদে লড়বেন কিনা সেই প্রশ্নে তিনি বলেন, দল যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে।”