স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ মার্চ:
করোনা প্রতিরোধে দরিদ্র মানুষদের সহায়তায় এবার এগিয়ে এল তৃতীয় লিঙ্গের মানুষজন। বুধবার নদিয়ার শান্তিপুর থানার নৃসিংহপুর এলাকায় টুকটুকি গাড়ি লতে চেপে এলাকার গরিব মানুষদের মধ্যে মাস্ক বিতরণ করেন বৃহন্নলারা। এদিন মাস্ক বিলির পাশাপাশি মানুষকে বার বার হাত ধোয়া, একে ওপরের থেকে এক মিটার দূরত্ব বজায় রাখার মতন জরুরি পরামর্শও দেওয়া হয়। তবে লকডাউন চলাকালীন যেখানে সবাইকে ঘরে থাকতে বলা হচ্ছে সেখানে এই ধরণের কর্মসূচি কতটা যুক্তিপূর্ণ সে বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।