পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ জুন: পঞ্চায়েত কার্যালয়ে ঢুকে মহিলা প্রধানকে বেধড়ক মার। প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বান্দিপুর -১ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান পিংকি দোলাই।
জানাগেছে, আজ দুপুরে পঞ্চায়েত প্রধান পিংকি দোলাই পঞ্চায়েত অফিসে বসে কাজ করছিলেন। সেই সময় আচমকা ১২ থেকে ১৩ জন মহিলা অফিসে ঢুকে পঞ্চয়েত প্রধানের চুলের মুঠি ধরে মাথা টেবিলে ঠুকে বেধড়ক মারধর করে। এর পাশাপাশি ঘরের বাইরে নিয়ে গিয়ে মাটিতে ফেলেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে বলে জানাগেছে।
পিংকি দোলইয়ের অভিযোগ, চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের সভাপতি হীরালাল ঘোষের নেতৃত্বে গ্রামে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে ব্যাপক শোরগোল পড়ে গেছে এলাকায়। যদিও ব্লক সভাপতি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
এ ব্যাপারে ব্লক সভাপতি হীরালাল ঘোষ বলেন,অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। এইসব কাল্পনিক অভিযোগের কোনো ভিত্তি নেই। পাল্টা তিনি বিধায়ক অরূপ ধাড়ার বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন। তিনি বলেন, চার তারিখ ফল ঘোষণার পর ৭ তারিখে পার্টি অফিসের হোল্ড টাইমার সহ আরো ৩-৪ জন কর্মীকে লাথি, চড় ঘুষি মেরেছে কে? আমি যদি বলি সেই ঘটনার সময় অরূপ ধাড়া পাশে দাঁড়িয়েছিল। এটা বিধায়কের পক্ষ থেকে সব শিখিয়ে দেওয়া হয়েছে।