আমাদের ভারত, ব্যারাকপুর, ১৭ জানুয়ারি: বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়ির বিতর্কিত জমি নিয়ে ভাটপাড়া পৌরসভার তরফ থেকে করা একটি মামলায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে বেশ কয়েকবার ব্যারাকপুর ডিডি অফিসে তলব করা হয়েছিল। প্রতিবার তিনি অসুস্থতা ও দিল্লির ভোটের কাজে ব্যস্ত থাকার কথা বলে এড়িয়ে গিয়েছিলেন সেই হাজিরা। তাই আজ তাকে ফের একবার হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল। সেই ডাকে সাড়া দিয়ে আজ ব্যারাকপুর ডিডি অফিসে পৌঁছান অর্জুন সিং।
এদিন তিনি ডিডি অফিসে প্রবেশ করার সময় আবারো একবার পুলিশকে অপদার্থ ও মূর্খ বলে কটাক্ষ করেন। এদিন দুপুর সাড়ে ১২ টায় সেখানে পৌঁছান অর্জুন সিং।ঘণ্টা দুয়েকের জিজ্ঞেসাবাদের পর ব্যারাকপুর ডিডি অফিস থেকে বেরিয়ে আসেন প্রাক্তন সাংসদ। পুলিশি জেরার পর ডিডি অফিস থেকে বেরিয়ে রাজ্যের পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁর বক্তব্য, টুকে পাশ করা পুলিশ কর্মীরা জানেই না কী প্রশ্ন করতে হবে।
এদিন তিনি বলেন, “আমি এই তদন্তে একটুও সন্তুষ্ট নই। আমাকে আবার ডাকা হবে বলে জানিয়ে দিয়েছে পুলিশ। এরা বারবার ডেকে আমাকে হেরাস করতে চাইছে। কারণ যারা জিজ্ঞাসাবাদ করছেন তারা জানেন না একজন পৌর প্রধানের কী কী কাজ থাকে। আমি যে সময় পৌর প্রধান ছিলাম সেই সময়ের মামলা এটি। আমার সময় নষ্ট করছে এরা। এতে পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।