BJP, Modi, রোড শো থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো, তৃতীয় বার ক্ষমতায় ফেরার জন্য হবে মেগা সেলিব্রেশন, আগাম প্রস্তুতি শুরু বিজেপির

আমাদের ভারত, ৩ জুন: ফলাফল এখনো ঘোষণা হয়নি কিন্তু তাতে কি? বুথ ফেরত সমীক্ষায় বিরাট জয়ের আভাস পেতেই মেতেছে বিজেপি কর্মী সমর্থকরা। পরপর তিনবার ক্ষমতায় আসার সেলিব্রেশন কিভাবে হবে সে পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে পদ্ম শিবির। শোনা গেছে, মেগা সেলিব্রেশনের প্রস্তুতি শুরু হয়ে গেছে।

বুথ ফেরত সমীক্ষার ফলাফল মিলে গেলে রেকর্ড গড়বেন মোদী। প্রধানমন্ত্রী পদে থাকার নিরীখে ইন্দিরা গান্ধীর রেকর্ড ভেঙে দেবেন তিনি। স্বাভাবিকভাবেই এই মেগা জয়ের তো সেলিব্রেশন হবেই। রোড শো থেকে লাইট অ্যান্ড সাউন্ড, একাধিক পরিকল্পনা ইতিমধ্যে সেরে ফেলা হয়েছে বলে খবর।

সোমবার সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে বিজেপির সদর দপ্তরে। গণনা এবং গণনা পরবর্তী সেলিব্রেশন নিয়ে বৈঠকে বসেছে বিজেপির শীর্ষ নেতারা। বিজেপি সূত্রে খবর, ৪ জুন ভোটের ফল প্রকাশের দিনই মেগা রোড শো হবে দিল্লির লোক কল্যাণ মার্গে। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দপ্তর পর্যন্ত তাদের দলের শীর্ষ স্থানীয় নেতারা থাকবেন। বিকেলে দলের সদর দপ্তরে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সভাপতি জেপি নাড্ডা-সহ বিজেপির শীর্ষ নেতারা। সেখানে কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

গণনার দিনের সেলিব্রেশন এখানেই শেষ হলেও ৯ জুন প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেবেন নরেন্দ্র মোদী।সেই দিনেও সেলিব্রেশনের আয়োজন করতে চলেছে বিজেপি। প্রথমে শোনা যাচ্ছিল, রাষ্ট্রপতি ভবনে শপথ না নিয়ে খোলা আকাশের নিচে কর্তব্য পথে শপথ নিতে চান মোদী। কিন্তু পরে জানা গিয়েছে রাষ্ট্রপতি ভবনেই শপথের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রাষ্ট্রপতি ভবন সুসজ্জিত করার জন্য টেন্ডারও ডাকা হয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ফল ঘোষণার পরই।

তবে মোদীর শপথ যেখানেই হোক, বিজেপির পরিকল্পনা অনুযায়ী কর্তব্য পথ বা ভারত মন্ডপমে একটি মেগা লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। তাতে ভারতীয় সংস্কৃতি তুলে ধরা হবে। সেইসব দেখতে হাজির থাকবেন হাজার হাজার বিজেপি কর্মী।

বিজেপি জিতলেই এইসব পরিকল্পনা বাস্তবায়িত হবে। পদ্ম শিবিরের আন্দরে জয় নিয়ে আগেও কোনো সংশয় ছিল না, এক্সিট পোলের ফল প্রকাশ্যে আসার পর আর কোনো সংশয় নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *