গণনায় স্বচ্ছতা বিঘ্নিত হওয়ার আশঙ্কা অর্জুন, শ্রীরূপার

আমাদের ভারত, ৩ জুন: গণনায় স্বচ্ছতা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন বারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।

পুলিশের মদতে আগামী কালের গণনায় কারচুপি করা ও পুলিশের সাহায্যে বিজেপির পোলিং এজেন্টদের গণনা কেন্দ্রে যেতে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে তৃণমূল এই অভিযোগ তুলে বিস্ফোরক টুইট করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। আর বিজেপি প্রার্থীর এহেন টুইট ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। এবারে লোকসভা নির্বাচনে রাজ্যের সব থেকে নজর কাড়া কেন্দ্র ব্যারাকপুর কেন্দ্রটি। আর এই কেন্দ্রের নির্বাচন শান্তিপূর্ণ ভাবে মিটলেও গণনার আগে বোমাবাজির ঘটনায় ছড়িয়েছিল চাঞ্চল্য। আগামীকাল ব্যারাকপুর রাষ্ট্র গুরু সুরেন্দ্রনাথ কলেজে গণনা হবে এই কেন্দ্রের।
তাই মঙ্গলবার গণনা দিন তৃণমূল গণনা কেন্দ্রে বিজেপি এজেন্টদের যেতে দেবে না আর তাতে পুলিশ তৃণমূলকে সাহায্য করবে বলে আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছেন অর্জুন সিং। আর সেই বিষয়ে তিনি সামাজিক মাধ্যমে তার আশঙ্কা প্রকাশ করেছেন।

এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “ব্যারাকপুরের বেশ কিছু পুলিশ আধিকারিক তৃণমূলের সাথে বৈঠক করে কি ভাবে বিজেপি পোলিং এজেন্টদের গণনা কেন্দ্রে যাওয়া থেকে আলাদা করা যায় তার ছক করেছে। আমাদের এজেন্টদের রাস্তাতেই নাকা চেকিং এর নামে আটক করার চেষ্টা করা হতে পারে। ”

অর্জুনবাবু সোমবার এক্স হ্যান্ডলে লিখেছেন, “তৃণমূলের রাজনৈতিক সংস্থা ‘আইপ্যাক’ তার কর্মীদের গণনা আধিকারিকদের ছদ্মবেশে, সাধারণ পোশাকে পুলিশ কর্মীদের প্রবেশের ব্যবস্থা করতে পারে। তারা টিএমসি-র পক্ষে ভোটের তথ্যের অমিল করে গণনা কারচুপি করার পরিকল্পনা করেছে। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করছি পরিচয় যাচাই করতে এবং গণনা আধিকারিকদের এবং গণনা প্রাঙ্গণে নিয়োজিত কর্মীদের বিশদ যাচাই করার জন্য। ”

তিনি এই এক্স-বার্তা নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রীর দফতর, স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর, পশ্চিমবঙ্গের রাজ্যপালকেও যুক্ত করেছেন।

মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এদিন এক্স-বার্তায় অভিযোগ করেছেন, মালদার জেলাশাসক মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের গণনা আধিকারিক হিসাবে অস্থায়ী কর্মীদের নিয়োগ করছেন৷ এই ব্যাপারে কমিশনের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে৷ বিষয়টিতে কমিশনের হস্তক্ষেপের আবেদন করেছেন শ্রীরূপা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *