পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ মার্চ: মেদিনীপুর শহরে দিলীপ ঘোষের উপস্থিতিতে একদিকে বিজেপির যুব আড্ডা এবং ওই একই সময়ে ওই জায়গায় যুব তৃণমূলের বাইক মিছিল ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা। উভয়পক্ষের চোর শ্লোগানে সরগরম হয়ে ওঠে মেদিনীপুর শহরের পঞ্চুরচক এলাকা। মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের পঞ্চুরচকে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিজেপি যুব মোর্চার। সন্ধে ৬টা নাগাদ সেই যুব আড্ডায় উপস্থিত হন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। সেই সময়ে কলেজ ময়দান থেকে বাইক মিছিল বের হয় যুব তৃণমূলের। বাইক মিছিল পঞ্চুরচকে পৌঁছাতেই উভয়পক্ষের শ্লোগান জোরালো হয়। উভয়পক্ষই চোর চোর শ্লোগান দিতে থাকে। এমনকি বাইক মিছিল পুনরায় ফিরে আসতে মাইক হাতে চোর শ্লোগান দিতে দেখা যায় দিলীপ ঘোষকেও। ঘটনায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। শুধু তাই নয়, শালবনীর ভাদুতলাতেও দিলীপ ঘোষকে লক্ষ্য করে চোর শ্লোগান দেয় তৃণমূল কর্মী সমর্থকরা।
এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে ঘটনার কথা তুলে ধরে বিস্ফোরক বক্তব্য রাখেন দিলীপ ঘোষ। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভাদুতলায় আমাকে দেখে বেশকিছু লোক ঘেউঘেউ করতে শুরু করল। আমি টিএমসি নেতাদের বলে দিচ্ছি, যদি ভাবেন এভাবে ভোট করাবেন, আমরা পোস্টার ব্যানার নিয়ে ভোট করব না, অন্য কিছু নিয়ে ভোট করব। যারা কানে দুল পরে চেঁচামেচি করছে, তারা বাড়িতে যেন বলে আসে নামটা কেটে দেয়। এরকম জোরচোরদের বুকে পা দিয়ে ১৮টা এমপি জিতেছে। দিলীপ ঘোষ সমাজ বিরোধী, গুন্ডা, গাছকাটা, পকেটমারদের ভয় পায় না। কানের নিচে দু’ থাপ্পড় দিলে সাতদিন শুনতে পাবেনা। কামাচ্ছো, করে খাচ্ছো খাও, কেন চুলকাচ্ছ? চুলকালে আমরা ঘাস ফুটতে দেবো না।