রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই, আনিস খানের ভাইয়ের ওপর হামলার ঘটনায় বললেন দিলীপ ঘোষ

সাথী দাস, পুরুলিয়া, ১০ সেপ্টেম্বর: নিহত ছাত্রনেতা আনিস খানের এক খুড়তুতো ভাইয়ের ওপর হামলা চালিয়েছে দুষ্কৃতিরা। গতকাল গভীর রাতে হাওড়ায় আনিস খানের ভাইয়ের উপর হওয়া হামলা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ফের রাজ্যের আইন শৃঙখলা নিয়ে কঠোর সমালোচনা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

আজ সকালে পুরুলিয়ায় তিনি বলেন, পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই সাধারণ মানুষের সুরক্ষা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তাঁর না প্রশাসন হাতে আছে, না পুলিশ। 

সারদা মামলায় দেবযানীকে সম্প্রতি জেলে গিয়ে জেরা করেছে সিআইডি। রাজ্য সরকারের এই সিআইডি তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, “সিআইডিকে দিয়ে বাঁচানোর চেষ্টা চলছে। সিবিআই, ইডি তদন্ত করছে এটা থেকেই বাঁচার চেষ্টা চলছে।”  পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “তাঁর বাড়ির কাজের লোকও কোম্পানির মালিক। মঙ্গলকোটের ঘটনায় অনুব্রত মণ্ডলের ক্লিনচিট পাওয়া প্রসঙ্গে তিনি বলেন বর্তমান রাজ্য সরকার বিরোধীদের আটকানোর জন্য যেমন মিথ্যা কেস দিচ্ছেন। একইভাবে বিরোধীদের মিথ্যা কেস দেওয়া হয়েছিল। তাতেই ছাড়া পেয়েছেন অনুব্রত।

দলীয় কর্মসূচিতে পুরুলিয়ায় আজ সকালে প্রাতঃভ্রমণ করেন দিলীপ ঘোষ। পরে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড-এ চা চক্রে যোগদান করেন তিনি। সেখানে তাঁর সঙ্গে বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক তথা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিধায়ক নরহরি মাহাতো, সুদীপ মুখার্জি, দলের জেলা সভাপতি বিবেক রাঙা সহ অন্যান্য নেতৃত্ব ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *