রাজেন রায়, কলকাতা, ৪ ডিসেম্বর: দেশজুড়ে কৃষক আন্দোলনে নাস্তানাবুদ কেন্দ্রের বিজেপি সরকার এখন রীতিমতো অস্বস্তিতে। বিকল্প ইস্যুতে মানুষের মন ঘোরাতে মরিয়া কেন্দ্র। ইতিমধ্যেই কয়েক সপ্তাহ বাদেই ভ্যাকসিন দেয়ার প্রক্রিয়া চালু হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই করোনা টিকা দেওয়া নিয়ে এবার কেন্দ্রকে বিঁধলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। তাঁর কথায়, সাধারণ গরিব মানুষকে টিকা দেওয়া নিয়ে কোনও রােডম্যাপ নেই কেন্দ্রের। কীভাবে দেশের দরিদ্রদের ভ্যাকসিন দেওয়া হবে , তা নিয়েও কোনও পরিকল্পনা নেই।
প্রথম পর্যায়ে দেশের এক কোটি স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন দেওয়া হবে তা ইতিমধ্যেই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। শুক্রবার কোভিড -১৯ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকের পর কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সেই নিয়ে আক্রমণ করেন কেন্দ্রকে। এদিন সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘ভ্যাকসিন বিতরণের বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের টিম একসঙ্গে কাজ করছে। টিকা প্রদানের ক্ষেত্রে আমাদের খুব বড় এবং অভিজ্ঞ নেটওয়ার্ক রয়েছে। আমরা পুরােপুরি তা কাজে লাগাব। ভ্যাকসিনের দাম নিয়েও রাজ্যগুলির সঙ্গে আলােচনা করছে সরকার।
আর এর পরেই কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘সাধারণ মানুষকে টিকা প্রদান নিয়ে কোনও রােডম্যাপ নেই। সরকার বলছে , যাঁদের টিকা দেওয়া দরকার তাদের টিকা দেওয়া হবে, কিন্তু সেটা ঠিক করবে কে? কীভাবে দেশের দরিদ্রদের ভ্যাকসিন দেওয়া হবে, তা নিয়েও কোনও পরিকল্পনা জানা যায়নি সর্বদলীয় বৈঠকে। সম্পূর্ণ দিশাহীন ভাবে ভ্যাকসিন নিয়ে এগোতে চাইছে কেন্দ্র সরকার।’