Taslima, Yunus, ইউনুসকে থামাবার আর কোনও উপায় নেই”, তোপ তসলিমার

আমাদের ভারত, ১৩ মে: “ইউনুসকে থামাবার আর কোনও উপায় নেই। মনে হচ্ছে ওর মাথার ওপর একটা বোমা না ফেলা পর্যন্ত ও দেশ ধ্বংসের কার্যকলাপ বন্ধ করবে না।” মঙ্গলবার সামাজিক মাধ্যমে এই মন্তব্য করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

তসলিমা লিখেছেন, “ইউনুস আজ আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে, কাল বিএনপিকে করবে, পরশু জাতীয় পার্টিকে করবে। বাম দলের কোনও চরিত্র নেই বলে একে খড়কুটোর মতো রাখবে। টিকে থাকবে শুধু উন্মত্ত দেশদ্রোহী ইসলামী জিহাদি দল ইনক্লুডিং জামায়াতে ইসলামী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *