হুগলিতে দলের কর্মসূচিতে নেই লকেট, গোষ্ঠী দ্বন্দ্ব বিতর্ক এড়ালেন পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ৬ জুন: রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যখন হুগলিতে, তখন নিজের সাংসদ এলাকায় ছিলেন না লকেট চট্টোপাধ্যায়। দলের জেলাশাসকের অফিসে অভিযান, কিন্তু বিজেপির এই কর্মসূচিতে দেখা নেই এলাকার বিজেপি সাংসদ তথা বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মহিলা মুখ লকেটের।

রাজ্য সরকারের বিরুদ্ধে অতীতে বার বার ঝাঁঝালো আক্রমণ শানাতে দেখা গিয়েছে লকেট চট্টোপাধ্যায়কে। কিন্তু আজ যখন বিজেপির এত বড় কর্মসূচি রয়েছে হুগলিতে, তখন এলাকার সাংসদই নেই সেখানে। কোথায় লকেট চট্টোপাধ্যায়? বিজেপির রাজ্য কমিটির দেওয়া অন্য একটি কর্মসূচিতে আজ তিনি দুপুরে আসানসোল পরে সন্ধ্যের দিকে পুরুলিয়ায় ছিলেন। কেন এমন দিনে বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছে, যেদিন সাংসদ এলাকায় উপস্থিত নেই? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতির অন্দর মহলে।

এই নিয়ে পুরুলিয়ায় তিনি বলেন, “দলীয় নির্দেশ মেনেই এখানে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে এসেছি। আমাদের এক বছরের কর্মসূচি আগেই করা থাকে।” তাহলে হুগলির দলীয় কর্মসূচি এখানে তাঁর কাছে গৌণ বলেই জানান।

রাজ্য রাজনীতির সাম্প্রতিক অতীত ঘাঁটলে দেখা যাবে, লকেট চট্টোপাধ্যায়ের দলীয় বৈঠকে নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সরব হয়েছিলেন। নাম না করে খোঁচা দিয়েছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকে। অভিযোগ তুলেছিলেন, কাজের লোককে বাদ দিয়ে কাছের লোককে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হচ্ছে। পুরভোটের ভরাডুবি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন। রাজ্য রাজনীতির কারবারিদের একাংশের ধারণা, এই নিয়ে অমিতাভ ও সুকান্তের সঙ্গে লকেটের একটি বিরোধের বাতাবরণ তৈরি হয়েছিল। আর তারপর সোমবার হুগলিতে বিজেপির কর্মসূচিতে যখন সুকান্ত মজুমদার রাজ্যের উপর চাপ বাড়াচ্ছেন, তখন সেখানে দেখা নেই লকেটের। প্রশ্ন উঠছে, এর নেপথ্যে কি অতীতের সেই বিরোধ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *