Mohan Bhagwat, RSS, Netaji, নেতাজির চিন্তার সঙ্গে সংঘের ভাবনার কোনো পার্থক্য নেই, সুভাষচন্দ্রকে স্মরণ করে বললেন মোহন ভাগবত

আমাদের ভারত, ২৩ জানুয়ারি: সোমবার রাম মন্দির উদ্বোধনের সময় তাকে অযোধ্যায় নরেন্দ্র মোদীর পাশে দেখা গিয়েছিল। আর রাত পেরতেই অযোধ্যা থেকে সোজা কলকাতা এসে পৌছলেন সংঘ প্রধান মোহন ভাগবত। নেতাজির জন্মজয়ন্তীতে বারাসতে জনসভায় বক্তব্য রাখেন তিনি। তাঁর কথায়, নেতাজির চিন্তার সঙ্গে সংঘের ভাবনার কোনো পার্থক্য নেই।

ভাগবত বলেন, নেতাজি যে স্বপ্ন দেখেছিলেন সেটা তিনি অসম্পূর্ণ রাখার জন্য দেখেননি। উনি জানতেন ওই স্বপ্ন পূরণ কখনোই একটা প্রজন্মের কাজ নয়। অবিরত স্বপ্ন পূরণের জন্য কাজ করে যেতে হবে। এ কাজের জন্য আমার জীবনে হয়তো যথেষ্ট নয়, কিন্তু কোনো সমস্যা নেই। আমি এমনই অনুপ্রেরণা দিয়ে যাবো যে, প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত হয়ে এই কাজ করে যাবে। আত্মদর্শন সম্পন্ন, চারিত্রিক গুণে ভরা প্রজন্ম দেশের জন্য জীবন মরণ পণ করে দাঁড়িয়ে থাকবে।

এরপরই তিনি বলেন, সংঘ নেতাজিকে স্মরণ করে কেন? কারণ ওনার জীবন থেকে উঠে আসা প্রেরণা আমাদের জীবনে পরিবর্তন এনে চলেছে। তার জন্যেই ওনাকে স্মরণ করা হয়। মোহন ভাগবতের আরো বলেন,
“নেতাজির চিন্তার সঙ্গে আমাদের ভাবনার কোনো পার্থক্য নেই।”

বঙ্গের মাটিতে দাঁড়িয়ে নেতাজিকে নিয়ে ভাগবতের এই বক্তব্য লোকসভা নির্বাচনের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। গেরুয়া শিবির শেষ কয়েক বছর ধরেই সুভাষচন্দ্র বসুর জন্মদিন বিশেষ গুরুত্ব দিয়ে পালন করছে। বিশ্লেষকদের মতে নেতাজি সারা ভারতবর্ষের কাছে স্মরণীয়। কিন্তু নেতাজি বাঙালির কাছে আজও একটা আবেগ। সম্ভবত সেই আবেগকে ছুঁয়েই বাঙালির মননে প্রবেশের পথ খুঁজছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *