Mamata, TMC, আশানুরূপ ভিড় নেই বাঁকুড়ায় মমতার পদযাত্রায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ মে: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় কয়েকগুণ বেশি লোক সমাগম করে তৃণমূলকে টেক্কা দিল বিজেপি। একই দিনে অল্প সময়ের ব্যবধানে দুই হেভিওয়েট প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নির্বাচনী কর্মসূচি ঘিরে একদিকে জেলা প্রশাসনের ব্যস্ততা, অপরদিকে রাজনৈতিক মহলের নজরদারি ছিল দেখার মতো। কার কর্মসূচিতে লোক বেশি তা নিয়ে জল্পনা ছিল তুমুল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য মানুষের কৌতূহল থাকলেও পদযাত্রায় আশানুরূপ লোক হয়নি।সেদিকে শহর থেকে প্রায় চৌদ্দ কিমি দূরে নিকুঞ্জপুরে নরেন্দ্র মোদীর সভায় লোক সমাগম অনেক বেশি।

আজকের পদযাত্রায় লোক সমাগম দেখে তৃণমূল কর্মীরা প্রমাদ গুনতে শুরু করেছে।তৃণমূল কর্মীরা অতিরিক্ত গরমকে দায়ী করলেও দলের দুঃসময় চলছে বলে স্বীকার করছেন। জয়ের ব্যপারে আত্মপ্রত্যয়ী অরূপ চক্রবর্তীকে মুখ্যমন্ত্রীর পাশে হেঁটে জনতার আশীর্বাদ চাইতে দেখে তাকে হাত নেড়ে আশ্বস্ত করেন। মমতাকে স্বাগত জানাতে বাঁকুড়া শহরের কলেজমোড় থেকে লালবাজার পর্যন্ত পুরো রাস্তা তৃণমূলের পতাকায় ভরে দেওয়া হয়। স্হানে স্হানে বড় বড় ব্যনার ও জায়েন্ট স্ক্রিনে পুরো পদযাত্রার ছবি তুলে ধরা হয়। সারা রাস্তার দু’পাশে জনতার উপচে পড়া ভিড় তাকে দেখার জন্য। যাত্রাপথে তিনিও হাত নেড়ে জনতার অভিনন্দন গ্ৰহণ করেন। কড়া নিরাপত্তা বেষ্ঠিত হয়ে মুখ্যমন্ত্রী লালবাজারে পদযাত্রা শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *