সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৫ মার্চ: বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধানের পদে কে এই প্রশ্নে আজ সকাল থেকেই শহরজুড়ে জল্পনা তুঙ্গে।সাতসকালেই সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়। আর এই খবরকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়। বাঁকুড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান পৌরসভার প্রশাসক অলকা সেন মজুমদার সম্ভাব্য চেয়ারম্যান ও তিনবারের কাউন্সিলর হিরণ চট্টরাজ ভাইস চেয়ারম্যান হিসাবে মনোনীত হয়েছেন বলে খবর রটে। এদিকে তৃণমূলের একটি গোষ্ঠী এই খবর নিছক ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় তো অপর একটি গোষ্ঠী এটাই সঠিক বলে দাবি করে। যার ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।
এ বিষয়ে তৃণমূলের জেলা সম্পাদক জয়দীপ চ্যটার্জি বলেন, এখনও পর্যন্ত আমাদের দলীয় স্তরে কোনও নাম ঘোষিত হয়নি। কলকাতায় দলনেত্রী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তিনি তার সিদ্ধান্ত মুখবন্ধ খামে পাঠিয়ে দেবেন। এখন দলনেত্রীর সিদ্ধান্তের দিকে তাকিয়ে তৃণমূলের কাউন্সিলর থেকে রাজনৈতিক মহল।