সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২৪ মার্চ:
রাজ্যে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। সূত্রের খবর অনুযায়ী, আরও ২ জনের শরীরে করোনা ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯। বেলেঘাটা আইডি সূত্রে খবর, এঁরা দুজনেই সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন।
নতুন করে যে দুজনের শরীরে করোনা ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে, তাঁদের একজন ফিরেছিলেন লন্ডন থেকে। সূত্রের খবর, অন্যজন ফিরেছিলেন মিশর থেকে। তবে এছাড়া স্বাস্থ্যভবন থেকে বিস্তারিত কিছু পাওয়া যায়নি।