CPM, candidate, Durgapur-Burdwan, তারকা বধে অন্য আনন্দ আছে! নিজের উল্টো দিকের হেভিওয়েট দুই প্রার্থী প্রসঙ্গে হুঙ্কার দুর্গাপুর- বর্ধমান কেন্দ্রের সিপিএম প্রার্থীর

আমাদের ভারত, ২৯ মার্চ: বর্ধমান- দুর্গাপুর কেন্দ্রের
বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তৃণমূলের ক্রিকেটার প্রার্থী কীর্তি আজাদ। এই রকম হেভিওয়েট দুই তারকা প্রার্থীর বিরুদ্ধে সিপিআইএমের সৈনিক বিশিষ্ট শিক্ষাবিদ সুকৃতি ঘোষাল। যাকে বিরোধীরা বার বার আনকোরা বর বলে দাবি করে কটাক্ষ করছেন। আজ দুর্গাপুরে প্রচারে এসে এরই পাল্টা দিলেন সিপিআইএম প্রার্থী। অধ্যাপক প্রার্থীর পাল্টা জবাব, তারকা বধের আলাদা আনন্দ রয়েছে।

সিপিএম প্রার্থী বুঝিয়ে দিলেন, বিরোধীরা তাকে আনকোরা বলে হালকা চালে নিতেই পারেন। কিন্তু তিনি তারকা বধ করার সাহস রাখেন। শিল্পাঞ্চলে প্রচার শুরু করেই বিশিষ্ট শিক্ষাবিদ বলেন, মানুষের অধিকার সুরক্ষিত করতেই তার লড়াই জারি থাকবে। সহজ সরল ভাষায় তিনি জানান, রাজনীতিতে পরিচিত মুখ বলে কিছু হয় না। সেই পরিচিত মুখ কোন দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন সেটাকেই মানুষ বড় করে দেখেন। তিনি বলেন, “আমরা গত কয়েক বছর ধরে দেখছি যুব সম্প্রদায় আবার লাল পতাকা হাতে নিয়ে পথে হাঁটছে। সম্প্রতি ইনসাফ যাত্রায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি বুঝিয়ে দিয়েছেন মানুষ কী চাইছেন। আমরা মানুষের উপর বিশ্বাস রেখে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করতে নেমেছি।

দিলীপ ঘোষ বা কীর্তি আজাদকে ইতিমধ্যেই ব্যক্তিগত কাদা ছোঁড়াছুঁড়ি করতে দেখা গেছে বলে দাবি সিপিএমের। এই প্রসঙ্গে সিপিএম প্রার্থীর বক্তব্য, তারা ব্যক্তিগত কাদা ছোঁড়াছুঁড়িতে বিশ্বাস করে না। মানুষের অধিকারের প্রশ্নে লোকসভায় লড়াই করাটাই তাদের কাজ।

একইসঙ্গে তৃণমূলের খেলা হবে স্লোগান নিয়ে কীর্তি আজাদের উদ্দেশ্যে তার স্পষ্ট জবাব, রাজনীতি খেলা করার জায়গা নয়। মানুষের অধিকার সুনিশ্চিত করার জায়গা।

শুক্রবার দুর্গাপুরে সিটি সেন্টারের কবিগুরু থেকে পদযাত্রা দিয়ে তার শিল্পাঞ্চলে প্রচার শুরু হয়। আগামী দু’দিন তার দুর্গাপুরজুড়ে প্রচার চালানোর কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *