আমাদের ভারত, ২৮ জানুয়ারি: বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে হিন্দুরা আক্রান্ত হচ্ছে বলে ক্রমাগত অভিযোগ উঠছে। বিতর্ক হচ্ছে এসব নিয়ে। মঙ্গলবার এ ব্যাপারে মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
এক্সবার্তায় তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গে যাঁরা ‘এপার বাংলা ওপার বাংলা’ বলে উচ্ছ্বাস করতেন তাঁরা আমার টাইমলাইনে বাংলাদেশি মুসলমানদের মন্তব্যগুলি দেখলে চিনে রাখবেন। একদিকে হাবা ইউনুসের প্রশ্রয়, অন্যদিকে নৈরাশ্য, মূল্যবৃদ্ধি, আর মার্কিন সাহায্য বন্ধের কোপে পড়ে এই ইতর শ্রেণির পাতি লেড়েগুলোর দাঁত-নখ বেরিয়ে আসছে। এদের দৌড় তো নিজের দেশের অসহায় হিন্দুদের নির্যাতন পর্যন্ত!”