researcher, bankura, তরুণ গবেষকের অকাল মৃত্যুতে শোকের ছায়া বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ জুন: তরুণ গবেষকের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ বাঁকুড়া। গতকাল রাতে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঁকুড়ার তরুণ গবেষক গৌতম খাঁড়া। মাত্র ৪৬ বছরেই নিভে গেল তাঁর জীবনদীপ।

প্রায় একক প্রচেষ্টাতেই তিনি বাঁকুড়া উৎসবের সূচনা করে বিদগ্ধ মহলে আলোড়ন সৃষ্টি করেন। বাঁকুড়া বিষয়ক নানা গবেষণাধর্মী প্রবন্ধ, পুস্তক প্রকাশ করেছেন তিনি। সেই সূত্রেই বাঁকুড়ার লেখক, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকদের এক ছাতার তলায় জড়ো করে আয়োজন করেন বাঁকুড়া উৎসবের।বিশ্বের দরবারে বাঁকুড়াকে তুলে ধরার অদম্য প্রচেষ্টা ছিল তার। কিন্তু এরই মাঝে শরীরে বাসা বাঁধে মারণ ক্যান্সার রোগ। বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ের ভোকেশনাল শিক্ষক হিসাবে নিজেকে নিয়োজিত করার পাশাপাশি এক সংগঠকের ভূমিকা নিয়েছিলেন।

দূরারোগ্য ক্যান্সার আক্রান্ত হওয়ায় তার পাশে দাড়িয়েছিল বাঁকুড়ার সুধীজন। আর্থিক সহায়তা করে তার চিকিৎসার ব্যবস্থা করলেও শেষরক্ষা হোল না। বাড়িতে বৃদ্ধ বাবা মা, স্ত্রী আর শিশু সন্তানকে রেখে গেলেন। আজ সকালে তার মরদেহ বাঁকুড়ায় পৌঁছালে অগণিত গুণমুগ্ধ তার বাড়িতে হাজির হন শেষ শ্রদ্ধা জানাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *