করোনার ভয়ে বামরাজ্য থেকে বিতাড়িত বাংলার নির্মাণ শ্রমিকরা

নীল বনিক, আমাদের ভারত, ২২ মার্চ: বাম রাজ্যে করোনার আতঙ্কে ঠাঁই হলো না বাংলার নির্মান শ্রমিকদের। মালদার বাসিন্দা তফাজুল ইসলাম কেরলে নির্মান শিল্পের সঙ্গে জড়িত। বরাবর কেরলায় গিয়ে রাজমিস্ত্রীর কাজ করে পেট চালাতেন। কিন্তুু বাম রাজ্যে কেরলায় করোনার প্রভাব বাড়তেই তাদের রাজ্য ছাড়তে বলা হয়।

রবিবার জনতা কার্ফুর দিন হাওড়ার সাঁতড়াগাছি স্টেশানে কেরল থেকে আসেন কয়েকশো দিনমজুর। এঁদের বেশিরভাগের বাড়ি মালদা এবং মুর্শিদাবাদ। অভিযোগ, তাদের কেরল থেকে বারবার বাংলায় ফিরে যাওয়ার জন্য বলা হয়। অগত্যা দিশা না পেয়ে বামরাজ্য ছাড়তে বাধ্য হয় বাংলার শ্রমিকরা। রাস্তায় পুলিশ থাকলেও তাদের কোনও সাহায্য করা হয়নি বলে অভিযোগ করেন বাংলার নির্মান শ্রমিকদের।

আজ কেরল থেকে আসার পর সবাই যে যার মতো বাড়ি ফিরবেন। কিন্তুু হাওড়ার সাঁতড়াগাছি স্টেশনে তাদের কোনও শারীরিক পরীক্ষা করা হয়নি, হয়নি কেরলেও। উল্লেখ্য বাম রাজ্যে কেরলে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ এর উপর। তারমধ্যেই বাংলার শ্রমিকরা বিনা চিকিৎসায় বাংলায় পৌঁছলেন। রাজ্যে এসে কোথায় শারীরিক পরীক্ষা করাবেন তাও বুঝতে পারছেন না মালদার বেশকয়েকজন শ্রমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *