নীল বনিক, আমাদের ভারত, ২৫ মার্চ: বামরাজ্য কেরলে দু’বেলা ভাত জুটছে না এই রাজ্য থেকে যাওয়া ঠিকা শ্রমীকদের। করোনার আতঙ্কে কেরলের তিরুবন্তপুরমে আটকে রয়েছেন রাজ্যের অসংগঠিত ৫০০ শ্রমিক। আটকে পড়া শ্রমিকদের বেশিরভাগই মালদা, মুর্শিদাবাদ জেলার।
লকডাউনে কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে। কাজ না থাকায় বাঙালি শ্রমিকদের কাছে খাবার পর্যন্ত নেই। লকডাউন থাকায় রাজ্যেও ফিরতে পারছেন না। মাথার উপর ছাদও নেই বলে অভিযোগ করছেন তাঁরা। দিনমজুরের কাজ করতে যাওয়া এই শ্রমিকদের করোনার জন্য বাড়িতে চলে যেতে বলা হয়েছে। কিন্তু লকডাউন হওয়ায় করোনার আতঙ্কে কেরলেই দিন কাটাচ্ছে।
মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন করছেন অবিলম্বে তাদের কথা ভাবাহোক। যাতে তারা বাংলায় ফিরতে পারেন তার দ্রুত ব্যবস্থা করুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কাছে এই একই আবেদন করছেন অধীর চৌধুরী। তিনি বলেন, লকডাউনে বাংলার বহু শ্রমিক দক্ষিণের রাজ্যগুলিতে আটকে আছে। তাদের উদ্ধার করার ব্যাবস্থা করুক রাজ্য সরকার। বিশেষ করে করলের শ্রমিকদের দ্রুত উদ্ধার করার জন্য রাজ্যের কাছে আবেদন করেছেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী।