পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ এপ্রিল: গুরুত্বপূর্ণ পিচের রাস্তার বেহাল দশা। কৃষি প্রধান এলাকায় পিচের রাস্তা হওয়ার কারণে প্রতিনিয়ত মাটি বোঝাই ট্রাক্টর, কৃষকদের ধান কাটার মেশিন রাস্তা দিয়ে যাতায়াত করলে রাস্তার উপরে মাটির প্রলেপ পড়ে রাস্তার দফারফা হয়। একদিনের বৃষ্টিতে পিচের রাস্তা কাদা মাটির রাস্তায় পরিণত হয়েছে। হঠাৎ করে গুরুত্বপূর্ণ রাস্তা যাতায়াতের অযোগ্য হওয়ায় তীব্র ক্ষোভে ফুঁসছিল গ্রামের মানুষজন। অবশেষে পুলিশের হস্তক্ষেপে গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় রাস্তার কাদার প্রলেপ সরিয়ে রাস্তা যাতায়াতের উপযোগী করতে শুরু হলো প্রায় ৩ কিমি পিচ রাস্তার উপর কাদা মাটি সরানোর কাজ।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের জাড়া থেকে সীতাশোল যাওয়ার পিচের রাস্তার এমনই পরিস্থিতি। আজ বেলা বাড়তে অভিযোগ পেয়ে পুলিশ ও গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রাস্তা সারানোর কাজ চলছে জোর কদমে।