আমাদের ভারত, ২৯ আগস্ট: বৃহস্পতিবার রাজ্যের পরিস্থিতি ও আরজিকর কান্ডের ঘটনা নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয় বঙ্গ বিজেপি। এদিন দুপুরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ একাধিক বিজেপি নেতা। তাঁরা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। তাঁদের দাবি, একজন মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে কখনোই ধমকাতে চমকাতে পারেন না।
রাজভবন থেকে বেরিয়ে সুকান্ত মজুমদার বলেন, এই প্রথম দেখলাম মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে ধমকাচ্ছেন। ডায়লগ দিচ্ছেন। ফোঁস করবেন বলছেন। সাধারণ মানুষকে পরোক্ষভাবে মারবেন বলছেন। আমরা সব বলেছি রাজ্যপালকে। তিনি বলেন, রাজ্যের মানুষ অনেক আশা নিয়ে তাকিয়ে আছে। আপনিই (রাজ্যপাল) ভরসা।
রাজ্যের পরিস্থিতি নিয়ে সুকান্ত মজুমদার বলেন, এই হিংসা হলে গৃহযুদ্ধ বাঁধবে। উনি ফোঁস করলে আমরা বসে থাকবো, এটা তো হতে পারে না। বাংলার মানুষও ছাড়বে না। আমরা চাই না তেমন কোনো পরিস্থিতি তৈরি হোক। স্বাধীনতা ও স্বাধিকার রক্ষা করুন, যা যা করা প্রয়োজন তা করুন।
সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের সঙ্গে বৈঠকের পরেই দিল্লি ছুটে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ডেকে পাঠিয়েছেন।
সুকান্ত মজুমদার বলেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পর্যন্ত এই বিষয়ে কথা বলেছেন। রাজ্যে যা হচ্ছে তাতে বাংলাদেশের জামাতের প্রতিধ্বনি শুনতে পাচ্ছে।মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, তা দেশদ্রোহীতার সামিল।
বুধবার অসম মণিপুরের মতো ভিন রাজ্য নিয়ে তৃণমূল নেত্রীর করা মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে সুকান্ত মজুমদার বলেন, মুখ্যমন্ত্রী যদি বলেন অসম মণিপুরকে অশান্ত করে দেব, তাহলে সেটা দেশদ্রোহিতা সমান। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশদ্রোহীতার আইন আনা উচিত। বাংলার মানুষের ভেবে দেখার সময় এসেছে এবার।