বারানসী থেকে হলদিয়া পর্যন্ত জলপথে যোগাযোগ ব্যবস্থার কাজের অগ্রগতি দেখতে ফারাক্কায় কেন্দ্রীয় মন্ত্রী

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৭ ডিসেম্বর:
রবিবার সকালে মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় লক গেটের কাজ পরিদর্শন করলেন কেন্দ্রীয় জাহাজ বন্দর ও জল পরিবহন মন্ত্রী মনসুখ মান্ডব্য। এই কাজ সম্পূর্ণ হলে বারানসী থেকে হলদিয়া পর্যন্ত জলপথে যোগাযোগ ব্যবস্থার কাজ অনেকটাই এগিয়ে যাবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দেশের আন্তর্জাতিক জল পরিবহন ব্যবস্থা আরও সুগম করতে কেন্দ্রের জল মার্গের পরিচালনায় ৫,৪০০কোটি টাকা বরাদ্দ অর্থে বারানসী থেকে হলদিয়া পর্যন্ত জলপথ ব্যবস্থার কাজ চলছে জোর কদমে। এই কাজ সম্পূর্ণ হবে ২০২৩ এর ডিসেম্বরের মধ্যেই। ইতিমধ্যেই প্রায় ৫৬ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় জল পরিবহন ও জাহাজ মন্ত্রী মনসুখ মান্ডব্য। আজ তিনি ওই কাজের একটি বিশেষ নেভিগেশন লকগেট যা ফারাক্কা ব্যারেজে তৈরি হচ্ছে সেই নেভিগেশন লক গেটের কাজ পরিদর্শন করতে আসেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ইতিমধ্যেই বারানসী থেকে হলদিয়া পর্যন্ত জলপথে যোগাযোগ ব্যবস্থা পরিকাঠামো তৈরির কাজ চলছে। তারমধ্যে বারানসী ও সাহেবগঞ্জে কাজ সম্পূর্ণ হয়েছে। এ রাজ্যের হলদিয়াতেও আগামী দুই মাসের ভিতরেই সম্পূর্ণ হবে সমস্ত কাজ। ২০২১ এর ডিসেম্বরের মধ্যেই ফারাক্কা ব্যারেজের এই নেভিগেশন লকগেট যা প্রায় সাড়ে ৩ হাজার ৫০ কোটি টাকা বরাদ্দ অর্থে তৈরি হচ্ছে তাও সম্পূর্ণ হবে। তিনি বলেন, সড়ক পরিবহন এর যানজট ও প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতেই এই মিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই জলপথ এর ব্যবস্থা সুগম হলে ভারত থেকে বাংলাদেশ ও নেপালে সিমেন্ট বালি পাথর জাতীয় দ্রব্য পরিবহনেও সুবিধা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *