স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৭ ডিসেম্বর: মতুয়া মহা সম্মেলন ও মতুয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে দুষ্কৃতীদের হামলা, চলল গুলি। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার নন্দঝাড় এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে গোয়ালপোখর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র। স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে তিনজনকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে মতুয়া সমাজে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বাকি দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছে এলাকার মতুয়া সমাজ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর ব্লকের নন্দঝাড়ে গত শুক্রবার থেকে দুদিনের মতুয়া সমাজের মহা সম্মেলন চলছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করেছিল। শনিবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন আচমকাই একদল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা প্রাঙ্গনে গুলি চলায়। মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে যায়। যদিও গুলিতে কেউ আহত বা জখম হয়নি। স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে তিনজনকে ধরে ফেলে। তাঁরাই এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। আগ্নেয়াস্ত্র সহ ধৃত তিন দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।