Union Education Ministry, ISRO, পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে ইসরো প্রধান সহ একাধিক বিশিষ্টদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের

আমাদের ভারত, ২২ জুন: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্ন ফাঁস ও বিক্রি, তারপর কলেজ শিক্ষকদের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা নেট বাতিলের ঘটনায় তোলপাড় দেশের পরিস্থিতি।

সুযোগ বুঝে সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা। এই অবস্থায় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল কেন্দ্রের শিক্ষা মন্ত্রক। ন্যাশনাল টেস্টিং এজেন্সির যাবতীয় কার্যক্রম ও কার্যের পদ্ধতি খতিয়ে দেখবে এই কমিটি।

নিট, নেট সহ গুরুত্বপূর্ণ পরীক্ষায় স্বচ্ছতা আনতে পরামর্শ দেবে কমিটির সদস্যরা। দু’মাসের মধ্যে মন্ত্রককে রিপোর্ট দেবে তারা। এদিকে আজ গ্রেটার নয়ডা থেকে প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের মূল পান্ডা রবি অত্রিকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশ পুলিশ। কমিটিতে রয়েছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ড: কে রাধাকৃষ্ণন, এইমস দিল্লির প্রাক্তন ডিরেক্টর ড: রণদীপ গুলেড়িয়া, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিজে রাও, আইআইটি মাদ্রাজের অধ্যাপক রামমূর্তি, কর্মযোগী ভারতের সহ প্রতিষ্ঠাতা পঙ্কজ বনসল, আইআইটি দিল্লির ডিন আদিত্য মিত্তল, শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল।

উচ্চ পর্যায়ের এই কমিটি যে বিষয়গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পরামর্শ দেবে, সেগুলি হল পরীক্ষা পদ্ধতির তথ্যের গোপনীয়তা, ন্যাশনাল টেস্টিং এজেন্সির কার্যক্রম ও কার্য পদ্ধতি। আগামী ২ মাসের মধ্যে মন্ত্রককে রিপোর্ট দেবে কমিটি।

এদিকে শনিবার গ্রেটার নয়ডার নিমকা গ্রাম থেকে রবি আত্রিকে গ্রেপ্তার করেছে উত্তর প্রদেশ টাস্ক ফোর্স। এই রবি নিট দুর্নীতির মূল পান্ডা বলে মনে করা হচ্ছে। নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে ইতিমধ্যেই ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঝাড়খান্ড থেকে এই কান্ডের আরেক সন্দেহভাজন মূল চক্রি সিকান্দার যাদবেন্দ্র সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *