স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ ডিসেম্বর: দল পরিবর্তন না করলেও তাঁর নামে মিথ্যা প্রচার করা হয়েছে। এমনই অভিযোগ করলেন হেমতাবাদে তৃণমূল কংগ্রেস নেতা প্রফুল্ল বর্মন। দলের নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচার করায় বিজেপির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবেন তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্ব। পাশাপাশি কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক কার্তিক পাল দলকে না জানিয়ে বিজেপিতে যোগ দেওয়ায় দল থেকে তাকে বহিস্কারের কথা জানালেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি।
তৃণমূলের অভিযোগ, আজ মেদিনীপুরে আমিত শাহের সভায় উত্তর দিনাজপুর জেলা থেকে দুই তৃণমূল কংগ্রেস নেতা কার্তিক পাল এবং প্রফুল্ল বর্মন বিজেপিতে যোগদান করেছে বলে বিজেপির পক্ষ থেকে প্রচার করা হয়। কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক কার্তিক পাল তৃণমূল কংগ্রেস ছাড়লেও প্রফুল্ল বর্মন সেই পথে হাঁটেনি। সারাদিন হেমতাবাদে দলীয় কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। অমিত শাহের সভায় তাঁর নাম ঘোষণার পর তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল তড়িঘড়ি তাঁকে জেলা কার্যালয়ে ডেকে পাঠান। সাংবাদিক সম্মেলনে প্রফুল্লবাবু জানান, বিজেপিতে যাবার কথা তিনি কাউকে বলেননি। কিভাবে তাঁর নাম দলবদলের তালিকায় এল তা তিনি বুঝে উঠতে পারছেন না।
এ বিষয় তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বকে জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাওয়ালাল আগরওয়াল জানান, দলের নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচার করায় তারা আইনের পথেও যেতেও পারেন। এদিকে কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক কার্তিক পাল দলকে না জানিয়ে বিজেপিতে যোগ দেওয়ায় দল থেকে তাকে বহিস্কার করা হয়েছে। এছাড়াও কালিয়াগঞ্জের পৌর প্রশাসকের পদ থেকে সরিয়ে দেবার জন্য রাজ্য নেতৃত্বের কাছে সুপারিশ করবেন।