Arjun Singh, BJP, “তৃণমূল দুষ্কৃতীদের টিকিট দিয়ে কাউন্সিলর করায় তারা নির্বিঘ্নে এইসব কাজ করছে, “বেলঘরিয়ায় আক্রান্ত ব্যবসায়ীরকে দেখতে গিয়ে দাবি অর্জুনের সিং’য়ের

আমাদের ভারত, বেলঘরিয়া, ১৬ জুন: বেলঘরিয়া আক্রান্ত ব্যবসায়ীর বাড়িতে গেলেন বিজেপি নেতা অর্জুন সিং। সেখানে আবারো বিস্ফোরক দাবি করলেন তিনি। আক্রান্ত ব্যবসায়ীর চোখ এখনো আতঙ্ক। তাঁর কথায়, টিটাগড়ের এক কুখ্যাত দুষ্কৃতী ওই ব্যবসায়ীর কাছ থেকে তোলা চাইত। পুলিশকে বেশ কয়েক বছর আগে জানিও লাভ না হওয়ায় তিনি বাধ্য হয়ে শেখ শাহজাদ নামে ওই দুষ্কৃতিকে টাকা দিতেন। কিন্তু এবার তা বরাবারি পর্যায়ে চলে যায়, দুষ্কৃতীর ফোন না ধরায় ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। তাকে প্রাণে মারার জন্য এই হামলা বলে দাবি ব্যবসায়ীর।

অপর দিকে অর্জুন সিং- এর দাবি, পুলিশের ছত্রছায়ায় বেড়ে উঠছে ব্যারাকপুরের এই দুষ্কৃতীরা। তাই তাদের এই বাড়বাড়ন্ত। অর্জুন সিং- এর দাবি এই সমস্ত ঘটনার আসল পান্ডা সুবোধ সিং নামে এক দুষ্কৃতী, যে বর্তমানে বেউর জেলে বন্দি রয়েছে। আর এই ঘটনা নতুন নয়। এর সাথে তৃণমূলের অনেক নেতারাও যুক্ত আছে। তাঁর অভিযোগ, তৃণমূল বর্তমানে দুষ্কৃতীদের টিকিট দিয়ে কাউন্সিলর করে দিয়েছে, ফলে তারা পুলিশের নিরাপত্তা নিয়ে এই সব দুষ্কৃতী মূলক কাজ নির্বিঘ্নে করতে পারছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *